স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইমরানুরও হতাশ করলেন

ইমরানুর রহমান। ছবি : সংগৃহীত
ইমরানুর রহমান। ছবি : সংগৃহীত

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে ধরা হয় ১০০ মিটার স্প্রিন্টকে। অলিম্পিকের এই স্প্রিন্ট ইভেন্টই বিশ্বকে উপহার দিয়েছিল উসাইন বোল্টের মতো তারকা।

চলমান প্যারিস অলিম্পিকের এই ইভেন্টেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শনিবার (৩ আগস্ট) ১০০ মিটার স্প্রিন্টের বাছাইয়ে নেমেছিলেন তিনি। বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে অংশ নেওয়া এই ইভেন্ট অবশ্য তাকে এবং বাংলাদেশকে হতাশাই উপহার দিয়েছে।

বাংলাদেশের দ্রুততম মানব হলেও ইমরানুর যে বিশ্বের অনান্য স্প্রিন্টার থেকে এখনও অনেক পিছনে তার প্রমান আজকের এই বাঁছাই। অনুমিতভাবেই স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।

তার নিজের হিটের আট স্প্রিন্টারের মধ্যে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ৬ষ্ঠ হয়েছেন ইমরানুর। সব মিলিয়ে অংশ নেওয়া ৪৫ জনের মধ্যে ইমরানুরের স্থান ২৫তম। এই রাউন্ডে ডিসকোয়ালিফায় হন এক প্রতিযোগি।

প্যারিসের স্তাদে দা ফ্রাঁসে স্প্রিন্ট প্রিলিমিনারির ৬ নম্বর ও সর্বশেষ হিটে দৌড়েছেন ইমরানুর। যুক্তরাজ্যপ্রবাসী এই স্প্রিন্টার গত বছর বিশ্ব অ্যাথলেটিকসে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ড দৌড়েছিলেন। আজকের স্প্রিন্টে অবশ্য সেই টাইমিংয়ের ধারেকাঁছেও ছিলেন না তিনি।

গত বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর সময় নেন ১০.৪২ সেকেন্ড। এর আগে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন। যেটি এখন পর্যন্ত ইমরানুরের সেরা টাইমিং।

ইমরানুরের হিটে ৮ জনের মধ্যে প্রথম হয়ে প্রিলিমিনারি রাউন্ড পার হয়েছেন পানামার আরতুরো হারমোদিও। তিনি সময় নেন ১০.৩৪ সেকেন্ড। দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছেন সেশেলসের সিকোবো ডিলান। তার টাইমিং ১০.৫১ সেকেন্ড।

এবারের অলিম্পিকের তারকা স্প্রিন্টার নোয়াহ লাইলস, কিশান থম্পসন, মার্সেলো জ্যাকবসদের মতো তারকারা অবশ্য সরাসরি মূল হিটে অংশ নিবেন।

বাকিদের দৌড়াতে হয়েছে এই প্রিলিমিনারি বাছাইয়ে। ১০০ মিটার স্প্রিন্টে এবার সব মিলিয়ে মোট ১০৬ জন প্রতিযোগী অংশ নেন। সেখানে টাইমিংয়ের দিক দিয়ে পিছিয়ে থাকা ৪৮ জনকে নিয়ে হয়েছে প্রিলিমিনারি রাউন্ড। ৬টি হিট অনুষ্ঠিত হয়েছে এখানে। প্রতি হিটের সেরা দুজন স্প্রিন্টার এবং টাইমিংয়ে এগিয়ে থাকা আরও ৪ জন অর্থাৎ সব মিলিয়ে ১৬ জন সুযোগ পেয়েছেন মূল হিটে।

কিন্তু সেই হিটেই উঠতে ব্যর্থ হয়েছেন ইমরানুর। শুধু তাই নয়, ইমরানুর এত দিন অলিম্পিকের জন্য যে প্রস্তুতি নিয়েছেন তাতেও এই টাইমিং বেশ হতাশাজনকই। অথচ গত বছর এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন ইমরানুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন ধরে নিখোঁজ গৃহবধূ, কান্না থামছে না দুই সন্তানের

গাজীপুরে মিছিল থেকে কারখানায় হামলা

সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবির অভিযোগ মডেল মেঘনা আলম ও তার সহযোগীর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনা নিয়ে ফারুক হাসানের বার্তা

স্ত্রীর তথ্যেই ধরা মাদক ব্যবসায়ী স্বামী

ডিসেম্বরে নির্বাচন নিয়ে যা বললেন বিএনপির সিনিয়র নেতা পারভেজ মল্লিক

ঘুরতে নিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক

বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়নি : অধ্যাপক ডা. নাজমুল

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

১০

‘ইংরেজি বলতে না পারায় লজ্জা নেই’ — সমালোচকদের রিজওয়ানের জবাব

১১

হাজার হাজার ঢাবি শিক্ষার্থীও অংশ নেন মার্চ ফর গাজায়

১২

সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখীমেলা শুরু সোমবার

১৩

বিএনপি নেতার গ্রেপ্তারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

১৪

যুক্তরাষ্ট্রে ড. সীমা ইসলামের একক শিল্পকর্ম প্রদর্শনী সমাপ্ত

১৫

ঢাকায় দক্ষিণ এশিয়ার জলবায়ু অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

১৬

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু

১৭

দূরন্ত বাজারের ব্যতিক্রমী আয়োজন

১৮

ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

১৯

‘মার্চ ফর গাজা’য় যা বললেন আহমাদুল্লাহ

২০
X