মাত্র ৪৬ সেকেন্ডে লড়াইয়ে ইস্তফা দেওয়ার আগে দুবার গুরুতর আঘাত পান ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি। আলজেরিয়ার ইমানে খেলাফির বিপক্ষে ম্যাচ ছেড়ে কাঁদতে কাঁদতে রিং ছাড়ার সময় এ বক্সার বলছিলেন, ‘জীবনে এত জোরে আঘাত পাইনি।’ যে লড়াই অলিম্পিকের লিঙ্গ বিতর্ক উসকে দিচ্ছে।
লড়াইয়ে ইস্তফা দেওয়ার আগে ইতালির বক্সারের নাক ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে।এ লড়াইয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) এবং আন্তর্জাতিক বক্সিং সংস্থা নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
সমালোচনার কারণ দিল্লি বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে অংশ নেওয়া হয়নি আলজেরিয়ান এ বক্সারের। তাইওয়ানের লিন ইউ-তিং একই কারণে অযোগ্য বিবেচিত হয়েছিলেন। দুই বক্সারই খেলছেন প্যারিস অলিম্পিকে। সমালোচনায় মেতে ওঠা ব্যক্তিরা ইমানে খেলাফিকে ‘জৈবিক’ পুরুষ ও ‘ট্রান্সজেন্ডার’ বলছেন।
প্রচণ্ড সমালোচনার মুখে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) বলেছে, ‘আমরা শুধু বলতে চাই, নারী বিভাগের সব প্রতিযোগী যোগ্যতার মানদণ্ডে বৈধ হিসেবেই এখানে এসেছেন। পাসপোর্ট অনুযায়ী তারা নারী। এই নারী অ্যাথলেটরা টোকিও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অনেক বছর ধরেই বৈশ্বিক আসরে খেলছেন।’
মন্তব্য করুন