পাঁচবার অংশ নিয়ে প্রথমবার অলিম্পিকে কোনো পদক জিতেছেন ইউসুফ ডিকেচ। তবে এবার তিনি আলোচনায় ভিন্ন কারণে। শুধু আলোচনা বললে ভুল হবে; প্যারিস অলিম্পিকের সব আলোই যেন কেড়ে নিয়েছেন তুরস্কের এই শুটার।
৫১ বছর বয়সী ইউসুফ ডিকেচ আলোচনায় আসার কারণ তার সাধারণ বেশভুষা। অন্যদের চেয়ে আলাদা প্রস্তুতি নিয়ে রৌপ্য জেতার পর নেটিজেনদের প্রশংসাও ভাসছেন তিনি। কেউ কেউ তো তাকে ‘হিটম্যান’ উপাধিও দিচ্ছেন। তার হাত ধরেই প্রথম শুটিয়ে পদক পেয়েছে তুরস্ক।
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জন্য তৈরি হচ্ছিলেন খেলোড়রা। একই সারিতে থাকা ইউসুফ ডিকেচ কোনোরকম আই-প্যাচ, আই-গ্লাস, ইয়ার প্লাগ বা শুটার প্রোটেকশন ছাড়াই দাঁড়ালেন। এক হাতে পিস্তল আর অন্যহাতে পকেটে; ক্যাজুয়াল ভঙ্গিতেই প্রস্তুতি নেন তিনি। এরপর শুট করে জিতেছেন পদক। তাতেই তাক লাগিয়ে দেন তিনি।
ইউসুফ ডিকেচ একজন সেনা কর্মকর্তা। নিজের অভিজ্ঞতাকেই আত্মবিশ্বাসের পুঁজি হিসেবে ব্যবহার করেন তিনি। সাফল্যও পেয়েছে। ২০০৮ অলিম্পিক থেকেই এই ক্রীড়াযজ্ঞে অংশ নিচ্ছেন তিনি। বেইজিং, লন্ডন, রিও, টোকিওতে শূন্য হাতে ফেরার পর এবার প্যারিসে গিয়ে মিলল পদক।
মন্তব্য করুন