মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে ছিলেন সামিউল ইসলাম রাফি। তার অংশ নেওয়া ইভেন্ট ছিল ১০০ মিটারের ফ্রি স্টাইলে। তবে না অলৌকিকভাবে তিনি ভালো কিছু করে দেখাতে পারেননি। বাছাইয়ের হিটে অনুমিতভাবেই বাদ পড়েছেন বাংলাদেশের এই সাঁতারু।
প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনের অন্যতম সেরা আকর্ষণ ছিল সাঁতার। সেই সাঁতারের দ্বিতীয় হিটে ৬ নম্বর লেনে নামেন রাফি। সেখানে তার হিটে অংশ নেওয়া ৮ জনের মধ্যে তিনি ৫ম হয়েছেন। অবশ্য তিনি নিজের ক্যারিয়ার সেরা সময় নিয়ে ৫৩.১০ সেকেন্ডে সাঁতার শেষ করেন। সব মিলিয়ে সাঁতারে অংশ নেওয়া ৭৯ জনের মধ্যে তিনি হয়েছেন ৬৯তম।
সবগুলো হিট মিলে সেরা ১৬ টাইমিংধারী সেমিফাইনালের টিকিট পেয়েছেন। সেখানে আমেরিকান সাঁতারু অ্যালেক্স জে সেরা টাইমিং ৪৭.৫৭ সেকেন্ড করে হয়েছেন প্রথম আর সেরা ১৬র মধ্যে সর্বশেষ হয়ে কোয়ালিফাই করেন দক্ষিণ কোরিয়ার সাঁতারু হোয়াং। তার টাইমিং ছিল ৪৮.৪১ সেকেন্ড, যা সামিউলের চেয়ে ৪.৬৯ সেকেন্ড কম।
অলিম্পিকে অংশ নেওয়া সব দেশেরই লক্ষ্য থাকে পদক। তবে বাংলাদেশের ক্রীড়াবিদদের এখনো লক্ষ্য থাকে অংশগ্রহণ আর ভালো টাইমিং।
অবশ্য সাতারু রাফিকে নিয়ে বাংলাদেশের প্রত্যাশা ছিল আরও বেশি। রাফি ভালো টাইমিংয়ের জন্য উন্নত প্রশিক্ষণে ছিলেন থাইল্যান্ডে। সে হিসেবে বলা যায়, ভালো টাইমিংয়ের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করেছেন।
রাফি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু। তবে অলিম্পকে তাঁকে ওয়াইল্ড কার্ড নিয়ে ফ্রি স্টাইলে খেলতে হয়েছে। ১০০ মিটার ফ্রি স্টাইলে এর আগে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। কিন্তু এবার .০২ সেকেন্ড টাইমিং কমাতে পেরেছেন তিনি।
মন্তব্য করুন