প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে থেকে সন্ত্রাসী আক্রমণের হুমকি দেওয়া হয়েছিল। শুক্রবার উদ্বোধনের দিনে ফ্রান্সের দূরপাল্লার ট্রেনের লাইনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।
এবার কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট। ফলে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। ইন্টারনেটের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ফরাসি পুলিশ একজনকে আটক করেছে।
ফ্রান্সের ডিজিটালবিষয়ক দপ্তরের কর্মকর্তা মারিনা ফেরারি ইন্টারনেট কাটা নিয়ে এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, ‘রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। আক্রমণ হয়েছে মূলত ফাইবার লাইনে। প্যারিস এবং তার আশপাশের কিছু অঞ্চলে ইন্টারনেট এবং মোবাইলের সংযোগ বাধাপ্রাপ্ত হয়। সেই ক্ষতি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার চেষ্টা চলছে।’
যে ছয়টি প্রশাসনিক দপ্তরের কাজকর্ম বাধাপ্রাপ্ত হয়েছে, তার মধ্যে প্যারিস নেই। রয়েছে মার্সেইয়ের কিছু অংশ। অলিম্পিকের ফুটবল এবং সেলিংয়ের ইভেন্ট হওয়ার কথা মার্সেইয়ে। আক্রমণের সঙ্গে যুক্ত সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্সের পুলিশের দাবি, সেই ব্যক্তি অতি বামপন্থি দলের সদস্য।
মন্তব্য করুন