ভুল আর বিতর্ক পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিককে। এবার ভুল জাতীয় সংগীত বাজিয়ে বিতর্কের জন্ম দিল আয়োজক কমিটি। বাস্কেটবলের উদ্বোধনী ম্যাচে পুয়ের্তোরিকোর বিপক্ষে দক্ষিণ সুদানের ম্যাচে ভুল জাতীয় সংগীত বাজানো হলো। দ্রুতই ভুল বুঝতে পেরে তা বন্ধ করে দেওয়া হয়।
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত বাজানোর সময়টা দক্ষিণ সুদানের খেলোয়াড় ও সমর্থকদের জন্য ছিল চরম অস্বস্তির। ভুল জাতীয় সংগীত বাজানোর কারণে ভিলেনুয়েভের স্তাদে পিয়েরে-মওরে কোর্টে উপস্থিত দক্ষিণ সুদানের সমর্থকরা দুয়ো ধ্বনি দিয়েছেন।
যদিও আয়োজকদের পক্ষ থেকে দ্রুতই ভুল শুধরে সঠিক জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় পুয়ের্তোরিকোর খেলোয়াড়-সমর্থকরা করতালি দিচ্ছিলেন। এবারই প্রথমবারের মতো অলিম্পিক বাস্কেটবলে অংশ নিচ্ছে দক্ষিণ সুদান।
আয়োজকরা এ সম্পর্কে বলেছেন, ‘দক্ষিণ সুদানের খেলোয়াড় ও সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভুল জাতীয় সংগীত বাজানো হয়েছিল, আমরা দ্রুত ভুলটা শুধরে সঠিক সংগীত বাজাই।’
প্যারিস গেমসের ভুল এখানেই প্রথম নয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার কন্টিনজেন্টকে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে গেমসের আয়োজকদের।
মন্তব্য করুন