বলা যায় স্বপ্নের লড়াই! দুই বছরেরও বেশি সময় পর মুখোমুখি দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিসের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ আর ২২তম গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল।
এই লড়াই দেখতে মুখিয়ে ছিলেন দুই কিংবদন্তির সমর্থকরা। রোঁলা গাঁরোর লাল মাটির কোর্টের রাজা বলা হয় স্প্যানিশ তারকাকে নাদালকে। কারণ ২২ গ্র্যান্ড স্ল্যামের মধ্য ১৪টি ফ্রেঞ্চ ওপেনের।
প্যারিসের সেই সেই রোলাঁ গারোয় আবারও মুখোমুখি দুই টেনিস কিংবদন্তি। তবে দুই টেনিস তারকার মহারণটা শেষ হয়েছে একপেশে। দুই কিংবদন্তির ৬০তম ম্যাচটি জমলো না। সরাসরি ২-০ গেমে হেরে যান লাল দুর্গের রাজা নাদাল।
স্প্যানিশ তারকাকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচ। আর বিদায় নিলেন রাফায়েল নাদাল।
মন্তব্য করুন