টানা দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন অ্যাডাম পিটি। রিও ডি জেনেরিওতে স্বর্ণ জয়ের পর টোকিও অলিম্পিকেও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হন তিনি। এবার চ্যাম্পিয়ন হলে মাইকেল ফেলপসের টানা তিন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলতেন।
সেটা হতে দেননি ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। তিনি প্যারিস অলিম্পিকের পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন চ্যাম্পিয়ন। ফেভারিট অ্যাডাম পিটি হেরেছেন খুব সামান্য ব্যবধানে।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোমবার (২৯ জুলাই) ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। সমান সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও। দুজনই রৌপ্য জিতেছেন। আর স্বর্ণজয়ী মার্তিনেঙ্গি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড।
অল্পের জন্য হেরে যাওয়ার পর পিটি বলেন, ‘আমি যখন আমার ছেলেকে বুকে টেনে নিই, তখন তার কোঁকড়ানো চুল দেখি, আর আবেগাপ্লুত হই। আমার কান্না আসে। আপনাকে বুঝতে হবে, যে কোনো বাবা-মায়ের হৃদয়েই এমন ভালোবাসা আছে। এটা অন্যরকম ভালোবাসা। এমন ভালোবাসার অনুভূতি সাঁতার আমাকে আর দিতে পারবে না। আমি সাঁতার থেকে এমনটা আর চাইও না।’
রেকর্ড গড়া হয়নি বলে কোনো আক্ষেপ নেই পিটির। তিনি বলেন, ‘আমি আমার সবই সাঁতারে দিয়েছি। আমি এর চেয়ে বেশি আর দিতে পারতাম না।’
সাঁতার থেকে ব্রিটিশ তারকা পেয়েছেনও অনেক। সব মিলিয়ে স্বর্ণপদক জিতেছেন ৩১টি, যার মধ্যে অলিম্পিক থেকে এসেছে ৩টি। বাকি ৮টি বিশ্বচ্যাম্পিয়নশিপ, ৪টি কমনওয়েলথ গেমস আর ১৬টি এসেছে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে।
মন্তব্য করুন