প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণও জিতেছিলেন তিনি। দুদিন আগে শেং লিহাও এবং হুয়াং ইউটিং ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কেউম জি-হাইওন এবং পার্ক হা-জুনকে পরাজিত করে স্বর্ণপদক জিতেন।
সোমবার (২৯ জুলাই) ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফের স্বর্ণ জিতেছেন চীনের শেং লিহাও। ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলীয় ইভেন্টে এ স্বর্ণজয়ী গতকাল ২৫২.২ স্কোর (অলিম্পিক রেকর্ড স্কোর) গড়েন।
সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন জিতেছেন রৌপ্য। তার স্কোর ২৫১.৪। প্যারিস অলিম্পিকে ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ ২৩০.০ স্কোর নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। গতকাল প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড প্ল্যাটফর্ম ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে চীনের লিয়ান জুনজি ও ইয়াং হাও।
অলিম্পিক অভিষেকেই এমন কৃতিত্ব দেখালেন তারা। প্যারিস অলিম্পিকের ১০ মিটার সিনক্রোনাইজড প্ল্যাটফর্ম ডাইভিংয়ের প্রতিটি রাউন্ডেই সর্বোচ্চ স্কোর করেছেন তারা। এই জুটির মোট স্কোর ৪৯০.৩৫। রৌপ্য জিতেছে ব্রিটেনের টম ডেলে ও নোয়া উইলিয়ামস। তাদের স্কোর ৪৬৩.৪৪।
মন্তব্য করুন