প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শুটার রবিউল ইসলামকে নিয়ে আশা ছিল ফেডারেশনের। ভক্তদের আশা ছিল বাছাইপর্বের বাধা পেরিয়ে ফাইনাল খেলবেন তিনি। তবে বাংলাদেশের এই শুটার বাছাইপর্বের বাধাই পেরোতে পারলেন না।
রোববার (২৮ জুলাই) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল।
প্যারিসের শাতুহু শুটিং সেন্টারে রোববার (২৮ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত বাছাইপর্বে রবিউল স্কোর করেন ৬২৪.২। আর বাছাইপর্বে সেরা হয়েছেন চীনের শুটার লিহাও শেং। তার স্কোর ৬৩১.৭। ঠিক সমান স্কোর করে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার শুটার মার্সেলো হুলিয়ান গুতিরোজ।
বাছাইপর্বের সেরা আট শুটার পদক জয়ের লড়াইয়ে নামবেন আগামীকাল। বাংলাদেশের রবিউলেরও আশা ছিল সেরা আটে খেলার। তবে বাছাইপর্বেই শেষ হলো তার সে আশা।
মন্তব্য করুন