অদ্ভুত সমস্যায় পড়েছে অলিম্পিক কর্তৃপক্ষ। চলমান প্যারিস অলিম্পিকে সেন নদীর দূষণের কারণে রোববারের (২৭ জুলাই) নির্ধারিত অলিম্পিক ট্রায়াথলন ইভেন্টের সাঁতার প্রশিক্ষণ বাতিল করা হয়েছে।
প্যারিস ২০২৪ এবং ওয়ার্ল্ড ট্রায়াথলনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় পানির মান গ্রহণযোগ্য মানের নিচে পাওয়া গেছে।
জুলাই মাসের আগের পরীক্ষায় সেন নদীকে সাঁতারের জন্য যথেষ্ট পরিষ্কার ঘোষণা করা হয়েছিল। তবে, গত ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টির কারণে ফরাসি রাজধানীতে পানির মান খারাপ হয়ে গেছে।
‘অ্যাথলেটদের স্বাস্থ্য অগ্রাধিকার’ শিরোনামের বিবৃতিতে বলা হয়েছে- ‘সেনের (শনিবার) পরীক্ষায় দেখা গেছে, আন্তর্জাতিক ফেডারেশন, ওয়ার্ল্ড ট্রায়াথলনের মতে, পানির মান পর্যাপ্ত গ্যারান্টি দেয়নি যাতে ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে।’
বর্তমান পরিস্থিতি সত্ত্বেও আয়োজকরা আশাবাদী রয়েছেন। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস বিবেচনায়, প্যারিস ২০২৪ এবং ওয়ার্ল্ড ট্রায়াথলন আত্মবিশ্বাসী যে ট্রায়াথলন প্রতিযোগিতাগুলোর শুরুর আগে (৩০ জুলাই) পানির মান গ্রহণযোগ্য স্তরে ফিরে আসবে।
অত্যধিক বৃষ্টিপাতের ফলে অপরিশোধিত বর্জ্য নদীতে ধুয়ে যেতে পারে, কিন্তু বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই মাসে পর্যবেক্ষণ করা হয়েছে, গ্রীষ্মের অবস্থার সঙ্গে (আরও রোদ, উচ্চ তাপমাত্রা, দীর্ঘ অনুপস্থিতি বৃষ্টি) সেনের পানির মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
যদি পানির মান প্রয়োজনীয় মানে না পৌঁছায়, তাহলে ট্রায়াথলন ইভেন্টগুলো কয়েক দিনের জন্য স্থগিত করা বা প্যারিসের পূর্বে মার্ন নদীতে ভায়ার-সুর-মার্নে স্থানান্তরিত করা হতে পারে।
ট্রায়াথলনের সাঁতারুদের পরিচিতকরণের অংশটি বাংলাদেশ সময় দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সাইকেল এবং দৌড় প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেছে।
মন্তব্য করুন