জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। প্রায় ১০৫০০ অ্যাথলেট ৩২টি খেলায় পদকের জন্য লড়বেন যার শুরু হচ্ছে শনিবার (২৭ জুলাই)। প্রথম দিনই ১৪টি ইভেন্টে পদকের জন্য লড়াই হবে। সেই ইভেন্টগুলোর নাম ও লড়াই শুরুর সময় কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো:
শুটিং
শনিবার দুপুর ২-৩০ মিনিটে প্রথম পদকের লড়াইয়ের মাধ্যমে শুরু হবে দেশগুলোর প্রতিযোগিতা। শুটিংয়ে ১০ মি. এয়ার রাইফেলের দলগত ইভেন্ট দিয়ে শুরু হবে পদকের লড়াই।
ডাইভিং
নারীদের সিনক্রনাইজড ৩ মি. স্প্রিংবোর্ড ডাইভিং এর ফাইনাল হবে বিকেল ৩টায়।
রোড সাইক্লিং
সাইক্লিংয়ে নারী ও পুরুষ উভয়েরই ব্যক্তিগত টাইম ট্রায়াল আছে আজ। নারীদের ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৬-৩০ মিনিট ও পুরুষদেরটি হবে রাত ৮টা ৩০ মিনিটে।
স্কেটবোর্ডিং
পুরুষদের স্ট্রিট ফাইনাল রয়েছে রাত ৯টায়।
জুডো
নারীদের ৪৮ কেজি শ্রেণির পদক লড়াই রাত ৯টায় শুরু হবে। আর পুরুষদের ৬০ কেজি শ্রেণির ফাইনাল হবে রাত ৯-৩০ মিনিটে।
রাগবি সেভেনস
রাগবিতে পুরুষদের মেইন ফাইনাল হবে রাত ১১-৪৫ মিনিটে।
সাঁতার
অলিম্পিকের অন্যতম সেরা ইভেন্ট সাঁতার। এই ইভেন্টে পুরুষদের ৪০০ মি. ফ্রিস্টাইল, রাত ১২-৪২ মিনিটে। নারীদের ৪০০ মি. ফ্রিস্টাইল হবে রাত ১২-৫২ মি.। এছাড়াও নারীদের ৪×১০০ মি. ফ্রিস্টাইল রিলে, রাত ১-৩৪ মি. ও পুরুষদের ৪×১০০ মি. ফ্রিস্টাইল রিলে, রাত ১-৪৪ মি.
ফেন্সিং
নারীদের ইপেই ব্যক্তিগত ফাইনাল হবে রাত ১-৩০ মিনিটে আর পুরুষ স্যাবর ব্যক্তিগত ফাইনাল, রাত ১-৫৫ মি.
মন্তব্য করুন