যদিও প্রশ্ন ওঠে ইতালি ভেনিস নাকি ফ্রান্সের প্যারিস, ভালোবাসার শহর কোনটি? অগণিত রোমান্টিক উপন্যাস, চলচ্চিত্র এবং গানের প্রেমিকদের প্যারিসের সুনাম প্রচুর। এ কারণে প্যারিসকে বলা হয় দ্য সিটি অব লাভ বা ভালোবাসার শহর।
এই শহরে বসছে বিশ্বের সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। এমন শহরে অ্যাথলেটরা নিজেদের মধ্যে হৃদয় দেওয়া-নেওয়া করবেন না তা কি হয়? তেমনটাই করেছেন আর্জেন্টিনার একই অ্যাথলেট।
বিশ্বের সেরা ক্রীড়া অ্যাথলেটদের মিলনমেলা বসবে ফ্রান্সের রাজধানীতে। এবারের আসরে অংশ নেবেন ২০৬ দেশের ১০,৫০০ অ্যাথলেট। এছাড়াও অংশ নেবে জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) ‘স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ এবং শরণার্থী’ অলিম্পিক দল। চার ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট।
চলতি বছর ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকের। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফুটবলসহ মাঠে গড়ায় বেশ কয়েকটি ইভেন্ট। ২৪ জুলাই থেকে শুরু ফুটবল ও রাগবি সেভেনসের। আর ২৫ জুলাই শুরু আরচারি ও হ্যান্ডবলের।
১৯ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে আগামী ১১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে প্যারিস অলিম্পিকের। ৩২ ইভেন্টে ৩২৯ স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়াবিদরা।
প্রায় প্রতি আসরে হৃদয় আদান-প্রদানের ঘটনা ঘটে। প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেন অনেক অ্যাথলেট। কেউ সফল হয় আবার অনেকের প্রস্তাব বিফলে যায়। তেমনি এক রোমান্টি ঘটনা ঘটে প্যারিস অলিম্পিকে। আর্জেন্টিনার নারী হকি দলের পিলাল ক্যাম্পয়কে বিয়ের প্রস্তাব দেন তার দীর্ঘদিনের প্রমিক।
জনপ্রিয় ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, অলিম্পিক ভিলেজে রোমান্টিক এই ঘটনা ঘটেছে বুধবার (২৪ জুলাই)। মূলত আর্জেন্টিনার পুরুষ হ্যান্ডবল দল এবং নারী হকি দল এক সঙ্গে ছবি তুলছিলেন। তখন খোশগল্পে মজেছিলেন দুদলের খেলোয়াড়েরা। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সেই সময়কে সঠিক হিসেবে ধরে নেন হ্যান্ডবল দলের পাবলো সিমোনেত।
জটলার মাঝখান থেকে বের হয়ে নারী হকি দলের খেলোয়াড় ক্যাম্পয়ের সামনে হাঁটু গেড়ে বসে আংটির বক্স খুলে বিয়ের প্রস্তাব দেন সিমোনেত। বিস্ময় ও আবেগ লুকাতে পারেননি ক্যাম্পয়। মধুর এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করতে শুরু করেন সতীর্থরা।
গত বছর চিলিতে প্যান আমেরিকান গেমসে নিজ নিজ ইভেন্টে সোনা জিতেছিলেন আর্জেন্টাইন এই দুই অ্যাথলেট। এবার প্যারিস অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য সিমোনেত ও ক্যাম্পয়ের।
২০১৫ সালে প্রেমে জড়ান দুজন। ২০১৬ সালের ব্রাজিল অলিম্পিকেও প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন তারা। এবারের আসর শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই আর্জেন্টাইনের।
মন্তব্য করুন