প্যারিসের জন্য একজন হ্যামিলনের বাঁশিওয়ালা দরকার। একদা ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে হ্যামিলিনের মেয়র এক বাঁশিওয়ালার শরণাপন্ন হয়েছিলেন। তিনি বাঁশিতে অদ্ভুত সুর তুলে ইঁদুরগুলোকে নদীর জলে লাফিয়ে পড়তে বাধ্য করেছিলেন।
প্যারিসেও এখন ইঁদুরের উৎপাত। কিন্তু কেউ বাঁশির সুর তুলে ইঁদুরগুলোকে শ্যেন নদীতে নিতে পারছেন না। প্যারিসের ডেপুটি মেয়র অ্যান-ক্লেয়ার বোস বলেছেন, ‘অলিম্পিকের সব এলাকা এবং অতিথিদের থাকার জায়গা ভালো করে দেখা হয়েছে।’
তাতেও ইঁদুর নিয়ে উৎপাতের চিন্তা যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা অনুরোধ করেছেন, খাবারের উচ্ছিষ্ট যেন রাস্তায় না ফেলা হয়। ইঁদুর ধরার খাঁচাও রাখা হচ্ছে। আইফেল টাওয়ারের পিছনের উদ্যানে হবে বিচ ভলিবল। ল্যুভর উদ্যানে অলিম্পিকের মশাল জ্বলবে। এ দুটি জায়গাই প্যারিসের বিখ্যাত পিকনিক স্পট। ফলে খাবার পড়ে থাকে সবসময়। সেটা ইঁদুরেরও স্বর্গরাজ্য। তাই যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার রাখা হচ্ছে এলাকাগুলো।
মন্তব্য করুন