সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর বৌলতলী ব্রিজ থেকে শুরু হরিদাশপুর ব্রিজে এসে শেষ হয়।
পুরুষ বিভাগে ১৫ কিলোমিটার এবং নারী বিভাগে হয় ১০ কিলোমিটার সাঁতার। পুরুষ বিভাগে প্রথম হয়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ। একই সংস্থার নুরুল ইসলাম দ্বিতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী তৃতীয় হন।
নারী বিভাগে প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. মুক্তি খাতুন। এ ছাড়া দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার। আর মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার রুপা খাতুন হন তৃতীয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল, সভাপতি, বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান দুপুর ০৩:০০ মিনিটে শেখ মণি অডিটোরিয়াম, গোপালগঞ্জে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌ-ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড পুরস্কার সভাপতি ও নৌবাহিনীর রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আজমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
মন্তব্য করুন