শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। গোপালগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় সুইমিং ফেডারেশনের আয়োজনে মধুমতি বিলরুট চ্যানেলে আয়োজক করা হবে দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতা।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাঈফ বি মোল্লা। এ সময় তিনি আরও জানান, ‘সকাল ৯টায় মধুমতি বিলরুট চ্যানেলের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ব্রিজ থেকে শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা আরম্ভ হবে। একই উপজেলার হরিদাসপুর ব্রিজে এসে এ প্রতিযোগিতা শেষ হবে।’
জাতীয় পর্যায়ের ১৪ সাঁতারু দূরপাল্লার এ সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন এম বি সাঈফ বি মোল্লা। একই দিন বিকেল ৩টায় গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে শেখ রাসেল ২০তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
মন্তব্য করুন