এই ঘাসের কোর্টেই গত বছর নোভাক জোকোভিচকে ৫ সেটের অবিশ্বাস্য লড়াইয়ে পরাজিত করে উইম্বলডন শিরোপা জিতেছিলেন কার্লোস আলকারাজ। সেই ঘাসের কোর্টেই রোববার (১৪ জুলাই) জোকোভিচকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় উইম্বলডন জিতেছেন তিনি।
ফাইনালটা ২০ মিনিট আগেই জিততে পারতেন আলকারাজ। তৃতীয় সেটে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ব্রেক করেন সার্ব তারকা। শেষ সেট গড়ায় টাইব্রেকে। শেষ পর্যন্ত ৬-২, ৬-২, ৭-৬ গেমে জোকোভিচকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন আলকারাজ।
নিজের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নেমেছিলেন নোভাক জোকোভিচ। ফাইনালে তার সামনে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। পরপর দুই উইম্বলডন জেতার লক্ষ্যে প্রথম দুই সেট জিতে চমক দেন স্প্যানিশ তারকা। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন জোকোভিচ; কিন্তু পারেননি। তাই প্রিন্সেস অব ওয়েলসের হাত থেকে শিরোপা নেওয়ার সুযোগও তার হয়নি। শিরোপা নিয়েছেন টেনিসের নতুন যুগের নায়ক আলকারাজ। উইম্বলডনের গত আসরে জোকোভিচকে হারিয়েছিলেন তিনি।
এবার ফাইনালে নামার আগে বলেন, ‘গ্র্যান্ডস্লাম জেতাটাই কঠিন কাজ। ধুলার কোর্ট (ফরাসি ওপেন) থেকে ঘাসের কোর্ট পুরোপুরি আলাদা। সম্পূর্ণ অন্য খেলা খেলতে হয়। আমি চেষ্টা করব। ছোট যে তালিকা রয়েছে, সেখানে নিজের নামও ঢোকানোর চেষ্টা করব। জানি খুব বড় চ্যালেঞ্জ। তবে আমি তৈরি।’
আলকারাজ কতটা তৈরি ফাইনালের আড়াই ঘণ্টায় বুঝিয়ে দিয়েছেন। সার্ভ, ভলিতে এলোমেলো করে দিয়েছেন জোকোভিচের মতো কিংবদন্তিকে। তিন বছরের মধ্যে চতুর্থ গ্র্যান্ডস্লাম জিতে টেনিসে নতুন রাজার আগমনের বার্তা দিয়েছেন। অন্যদিকে জোকোভিচ সম্ভাবনা জাগিয়েও ছুঁতে পারেননি রজার ফেদেরারকে। ৭টি উইম্বলডন শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এখনো ৮টি গ্র্যান্ডস্লাম নিয়ে সবার ওপরে ফেদেরার।
আজকের ফাইনালে মাঝেমধ্যে জোকোভিচের ঝলক দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফাইনালে নিষ্প্রভ ছিলেন তিনি। হতে পারে হাঁটুর সমস্যায় খানিকটা হলেও কাতর ছিলেন। হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে নেমেছিলেন উইম্বলডন খেলতে। আগে কোনো সমস্যা না হলেও গতকাল ফাইনালে আলকারাজের গতির সামনে খেই হারিয়ে ফেলেন তিনি।
মন্তব্য করুন