খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল দোয়া মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ দাবা ফেডারেশন।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিচতলার সম্মেলন কক্ষে আয়োজিত মাহফিল শুরু হয়েছিল সকালে কোরআন খতমের মাধ্যমে। বাদ জুমা অনুষ্ঠিত হয় মিলাদ। এ সময় জিয়াউর রহমানের স্ত্রী-সন্তান ছাড়াও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দাবাড়ু, দাবা ফেডারেশন কর্মকর্তা ছাড়াও অন্যান্য জাতীয় ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারাও মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত এ দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ‘জিয়াউর রহমান ছিলেন আমাদের সম্পদ। তার প্রয়াণে বাংলাদেশ দাবায় অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ সরকার এবং আমরা ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়াব। আমাদের প্রাথমিক লক্ষ্য কোটি টাকার স্থায়ী আমানত করে দেওয়া, যাতে তার পরিবারের চলার ব্যবস্থা তৈরি হয়। ভবিষ্যতের জন্য একটা সম্বলও থাকে।’
গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান। দ্রুতই তাকে বারডেম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।
মন্তব্য করুন