গতকাল শুক্রবার (৫ জুলাই) দাবা খেলতে খেলতে মৃত্যুবরণ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
এবার তারই ছাত্র মনন রেজা নীড়ও ১৪ বছর বয়সেই চ্যাম্পিয়ন হলেন। শিরোপা জয়ের খুব কাছে ছিলেন তিনি। শনিবার (৬ জুলাই) ১৩তম রাউন্ডে অমিত বিক্রমের সঙ্গে ড্র করে, ১০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন নীড়।
আগের দিন মারা যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এ জন্য বন্ধ রাখা হয়েছিল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। তবে রোববার শ্রীলঙ্কায় যাবেন নীড়। এ জন্য শুধুমাত্র তার খেলা রাখা হয়েছিল।
শিরোপা নিশ্চিত হওয়ার পর নীড় বলেন, ‘আসলে চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, তবে একটুও আনন্দ লাগছে না। জিয়া স্যার এভাবে চলে যাবেন চিন্তাও করিনি। আমাদের রেখে চলে গেলেন। খুবই খারাপ লাগছে। স্যারের সঙ্গে আমার অনেক স্মৃতি। তার বাসায় ১১ দিন থেকে অনুশীলন করেছিলাম।'
শিরোপা জয়ের পর প্রয়াত জিয়াকে স্বরণ করে নীড় বলেন, 'স্যারের কথা অনেক মনে পড়ছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার শিরোপা স্যারকে উৎসর্গ করছি।'
অংশগ্রহণের পাঁচ বছরের মাথায় জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন নীড়। এবার তার লক্ষ্য আরও বড়, 'আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমার।’
মন্তব্য করুন