ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘর গোছাল মোহামেডান

ঘর গোছাল মোহামেডান

আগাম অর্থ নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া ফুটবলারদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে মোহামেডান। বিষয়টি এক পাশে সরিয়ে রেখে নতুন মৌসুমের জন্য ঘর গুছিয়ে নেওয়ার প্রাথমিক কাজও সেরে ফেলেছে তারা।

গত মৌসুমে খেলা ১৪ স্থানীয় ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। নতুন চুক্তি করেছে আরও ১৫ জনের সঙ্গে। ঘরের ছেলে বনে যাওয়া মালির সুলেমান দিয়াবাতের সঙ্গে আরও চার বিদেশি—ইরানের মেয়সাম শাহ, উজবেকিস্তানের মুজাফফরভ, ভেনিজুয়েলার দানিয়েল ফেবলস ও ব্রাজিলের রজারকে চূড়ান্ত করা হয়েছে। অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে নতুন মৌসুম শুরু করবে সাদা-কালো জার্সিধারীরা।

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার আলমগীর কবির রানা ও ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল, শেখ রাসেলের ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লা, সাইফ স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন ও মো. জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদের মেহেদী হাসান ও মোহাম্মদ মুস্তাক, রহমতগঞ্জের সানোয়ার হোসেন লাল, স্বাধীনতা ক্রীড়া চক্রের হাসান মুরাদ, উত্তর বারিধারার আরিফ হোসেন এবং আজমপুর থেকে মঈনুল ইসলামকে নিশ্চিত করেছে মোহামেডান। এ ছাড়া চার বয়সভিত্তিক ফুটবলারকে দলে নিয়েছে জনপ্রিয় ক্লাবটি।

গত মৌসুমের স্কোয়াডে থাকা জাফর ইকবাল, সুজন হোসেন, আহসান হাবিব বিপু, আবিদ হোসেন, রাজীব হোসেন, সাদেকুজ্জামান ফাহিম, শাহরিয়ার ইমন, মিনহাজুল আবেদীন বুলু, আশরাফুল হক আসিফ, সৈয়দ রাকিব খান ইভান, আমির হাকিম বাপ্পি, মো. সজল ইসলাম, সাকিব আল হাসান ও মো. রাকিবকে এবারও সাদা-কালো জার্সিতে দেখা যাবে।

নতুন মৌসুমের জন্য ৬ সেপ্টেম্বর প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান কোচ শফিকুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চলছে ফুটবলারদের প্রস্তুত করার মিশন। সহকারী কোচ হিসেবে আছেন সাবেক তারকা আলফাজ আহমেদ। গোলকিপার কোচের দায়িত্ব পালন করছেন সাঈদ হাসান কানন।

‘নতুন মৌসুমের জন্য আগাম অর্থ নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া ফুটবলারদের নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আমরা প্রত্যাশা করছি, অগ্রিম অর্থ নেওয়া ফুটবলাররা আগামী মৌসুমে মোহামেডানে খেলবেন। তার আগে আমরা ২৯ স্থানীয় ও পাঁচ বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করেছি’—কালবেলাকে বলছিলেন মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স।

টুটুল হোসেন বাদশাসহ একাধিক ফুটবলার ক্লাব ছাড়লেও ঘর গোছানো প্রায় সম্পন্ন করেছে আবাহনী। বসুন্ধরা কিংস থেকে দলটি দলভুক্ত করেছে নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি স্ট্রাইকার এলিটা কিংসলেকে। নতুন ক্লাবের হয়ে শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ৩২ বছর বয়সী এলিটা। তিনি বলেন, ‘প্রথমত আমরা একটা দল হয়ে উঠতে চাই। এ দল নিয়ে নতুন মৌসুমে সম্ভাব্য সবকিছু জিততে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবে ঢাবি শিক্ষক সমিতি

চাকরি দেবে নোমান গ্রুপ, আবেদন করুন শুধু পুরুষরা

টাকা নিতে অস্বীকৃতি, পোলিং অফিসারকে মারধর

দীপিকার নাম বদলে দিলেন রণবীর

রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

রাইসিকে শাস্তি দিয়েছেন ঈশ্বর, দাবি ইসরায়েলি ধর্মীয় নেতাদের

ইরানকে সহযোগিতায় সবকিছু করতে প্রস্তুত পুতিন

চাচিকে গলা কেটে হত্যাচেষ্টায় যুবক গ্রেপ্তার 

রাইসির মৃত্যুতে পাল্টে যাবে ইরানের পররাষ্ট্রনীতি!

১০

প্রাণ গ্রুপে নিয়োগ, আবেদনের বয়স ৪৫

১১

বদলি হবেন রাজউকের কর্মকর্তা-কর্মচারীরাও 

১২

সাড়ে ৭ শতাংশ জমির জন্য গৃহবধূকে হত্যা

১৩

রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টারের ছবি-ভিডিও প্রকাশ্যে

১৪

রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

১৫

লিচু চাষে বিপর্যয়, হতাশায় বাগান মালিকরা

১৬

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

১৭

ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

১৮

রাইসিকে কেন ভয় পেতেন ইসরায়েলের নেতারা

১৯

রাইসির মৃত্যুর পর ইরানের পাশে ভারত

২০
X