
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর থেকে পথহীন রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে হেরে যায় তারা। আর স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের পর রোববার রাতে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায় লস ব্লাঙ্কোসরা।
ফলে শিরোপা দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। সমান ২৪ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৩। দুই দলের পয়েন্ট ব্যবধান ৯ হলেও এরই মধ্যে শিরোপা হাতছাড়া হয়ে গেছে মানছেন না রিয়ালের ইতিলিয়ান কোচ।
লা লিগার ইতিহাস বলছে, ২৪ রাউন্ড শেষে ৯ পয়েন্টে এগিয়ে থাকা দলের শিরোপা হাতছাড়া হয়নি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছাড়তে নারাজ। লিগে এখনো ১৪ ম্যাচ বাকি। এর একটি আবার দুই দলের ন্যু ক্যাম্পে। তাই তো শিরোপার আশা এখানেই শেষ হয়ে যায়নি বলে বিশ্বাস করেন ইতালিয়ান কোচ, ‘শিরোপার আশা এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, ৯ পয়েন্ট মানে অনেক ব্যবধান। তবে আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ৫ গোল করার পর শেষ তিন ম্যাচে মাত্র একটি গোল পেয়েছে রিয়াল। তাও সেটি পেনাল্টি থেকে। আর স্পট কিক বাদ দিলে কাতার বিশ্বকাপের পর মাত্র ১০ গোল করতে পেরেছেন রিয়ালের ফুটবলাররা। ৩টি মার্কো অ্যাসেনসিওর। কিন্তু স্প্যানিশ এই তারকাকে খেলাচ্ছেন না রিয়াল কোচ।
এর জবাবে তিনি বলেন, ‘ওকে (অ্যাসেনসিও) কেন খেলানো হচ্ছে না, ব্যাখ্যা করাটা কঠিন। আমাদের রদ্রিগো, বেনজেমা, ভিনিসিয়ুসরা আছে। ওকে নামানোর কথা আমি ভেবেছিলাম। তবে ওকে ছাড়া খেলার কথাও আমাকে ভাবতে হয়েছে।’
তবে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্রর প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন আনচেলত্তি, ‘যতটা না রাগ লাগছে, তার চেয়ে বেশি লাগছে হতাশা। এই দলটা টানা তিন ম্যাচে ওপেন প্লে থেকে গোল করতে পারছে না। সমস্যাটা কী, তা জানি। এখন আমাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।’