মেসি-এমবাপ্পে ভাই ভাই!

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।
কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।ছবি : সংগৃহীত

গত  ৮ ফেব্রুয়ারি মার্শেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এরপর বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়নস লিগেরও শেষ ষোলো থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। এরপর থেকে পুরোনো খবর নতুন করে সামনে আসে। আবারও পিএসজির ড্রেসিংরুমের বিবাদের খবর সামনে আসে। যদিও এসব অস্বীকার করেন পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের।

অনেকের মতে, দলটির ড্রেসিংরুমের পরিবেশ স্বস্তিদায়ক নয়। নেইমারের সঙ্গে এমবাপ্পের শীতল সম্পর্কের বিষয়ের সঙ্গে এবার নতুন করে যোগ হয়েছে কোচ ক্রিস্তফ গালতিয়েরের সিদ্ধান্ত না মানার বিষয়। ফ্রান্সের অনেক গণমাধ্যমের দাবি, কোচের অনেক সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দলের সিনিয়র খেলোয়াড়েরা। কোচের অনেক সিদ্ধান্তেরই প্রতিবাদ করেন মেসি-এমবাপ্পেরা। ফলে ড্রেসিংরুমে নতুন করে সৃষ্টি হয়েছে অস্বস্তি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে পর এসব বিষয় নিয়ে কথা বরেন পিএসজির কোচ গালতিয়ের।

দলের একতা নিয়ে কোনো সন্দেহ নেই গালতিয়েরের। তিনি বলেন, ‘এঠা ঠিক যে (চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর) দলে হতাশা আছে। কিন্তু আমাদের এখন লিগ শিরোপা জিততে হবে। দলে একতা আছে। এ একতা নিয়ে কোনো সন্দেহ নেই।’ এ সময় গালতিয়ের আরও যোগ করেন, ‘আমি এমন একজন কোচ, যে কিনা শিরোপাটি জয়ের জন্য লড়াই করবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com