দিনের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ডি-গ্রুপ থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। ফলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল কারা হবে, তার উত্তর মিলতে পারে প্যারাগুয়ে-ব্রাজিলের ম্যাচের ফলাফল থেকে।
কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে কোপা মিশন শুরু করে ব্রাজিল। কলম্বিয়া শেষ আট নিশ্চিত করা কিছুটা চাপে দরিভাল জুনিয়রের শিষ্যরা। সেই চাপ নিয়ে লাস ভেগাসে বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) সকালে প্যারাগুয়োর মুখোমুখি ব্রাজিল।
ফিফা র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা প্যারাগুয়ের বিপক্ষে অতীত রেকর্ড বেশ ভালো সেলেসাওদের। এ ছাড়া সবশেষ পাঁচ ম্যাচে জয় পায়নি প্যারাগুয়ে। অন্যদিকে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে হারেনি ব্রাজিল।
এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। আরানা বদলে একাদশে ফিরেছেন ওয়েন্ডেল এবং বার্সা তারকা রাফিনিয়ার পরিবর্তে একাদশে রাখা হয়েছে সাভিনহোকে।
ব্রাজিলের একাদশ : অ্যালিসন (গোলকিপার), দানিলো (অধিনায়ক) মিলিতাও, মার্কুইনহোস, ওয়েন্ডেল, গুইমারেস, গোমেস, সাভিনহো, প্যাকুয়েটা, ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো।
মন্তব্য করুন