মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেলেন রোনালদো

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন সিআরসেভেন। ছবি : সংগৃহীত
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন সিআরসেভেন। ছবি : সংগৃহীত

পর্তুগাল অধিনায়ক এবং পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এক পাগল ভক্তের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বুধবার (২৬ জুন) রাতে জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের ২-০ পরাজয়ের পরে স্ট্যান্ড থেকে তার দিকে ঝাঁপ দেন এই পাগল ভক্ত। আরেকজন সমর্থকের ধারণ করা ফুটেজে দেখা যায়, রোনালদো সিঁড়ির শীর্ষে থেমে, কিছুটা অপ্রতিরোধ্যভাবে টানেলে যাওয়ার সময় ওই ভক্ত তার দিকে ঝাঁপ দেন।

লাল পোশাক পরা ওই ভক্ত উভয় পা দিয়ে ঝাঁপ দেন, দেখে মনে হয় তিনি পর্তুগিজ তারকার কাছাকাছি আসার চেষ্টায় ছিলেন। একটি কমলা রঙের বিব পরা একজন তৎপর স্টুয়ার্ড দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে রোনালদোর সামনে চলে আসেন এবং তার সুরক্ষা নিশ্চিত করেন। রোনালদো তার হাত তুলে বুঝাতে চান, ‘এটা কী ছিল?’

এই ঘটনার কয়েক দিন আগেই যখন রোনালদো তুরস্কের বিপক্ষে পর্তুগালের জয়ে মাঠে ছিল তখন একজন পিচ অনুপ্রবেশকারীকে ধাক্কা দেন। এর পরেও, রোনালদো প্রশংসিত হন যখন তিনি এক ছোট ছেলের সঙ্গে সেলফি তুলে এবং খেলার শেষ দিকে মাঠে প্রবেশ করেছিল। তবে, ওই খেলার শেষ পর্যায়ে আরও কয়েকজন ভক্ত রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন।

তুরস্কের বিরুদ্ধে খেলার শুরুতেই রোনালদো ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হননি এবং একটি পিচ আক্রমণকারীকে দূরে ঠেলে দেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই আক্রমণকারীকে মোকাবিলা করে। উয়েফা এ ঘটনাগুলোর তদন্ত শুরু করতে যাচ্ছে, কারণ ছয়জন পিচ আক্রমণকারী ওই ম্যাচে রোনালদোর দিকে এগিয়ে গিয়েছিল।

পিচে পাগল ভক্ত ছাড়াও রোনালদোর জন্য এই আসরটি হতাশার যাচ্ছে। জর্জিয়ার বিপক্ষে খেলার সময় রোনালদো অসন্তোষের জন্য একটি হলুদ কার্ড পান এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে তার জন্য হতাশাজনক সময়ই কাটছে। ইউরোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী হওয়া সত্ত্বেও, ৩৯ বছর বয়সী রোনালদো এই বছরের প্রতিযোগিতায় এখনো গোল করতে পারেননি। গেলসেনকিরশেনে বদলি হওয়ার পর তাকে হতাশায় বসে থাকতে দেখা যায়।

জর্জিয়ার বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পরেও, পর্তুগাল টুর্নামেন্টের শেষ ১৬-তে অগ্রসর হয়েছে। তারা আগামী ১ জুলাই সোমবার স্লোভেনিয়ার মুখোমুখি হবে।

রোনালদো, যিনি বিশ্বের অন্যতম বিখ্যাত তারকা ব্যক্তি, তার জন্য অতিরিক্ত উচ্ছৃঙ্খল ভক্তরা সবসময় সমস্যা সৃষ্টি করেছে, তবে এখন তার ফোকাস হবে ইউরো ২০২৪-এ তার দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল ত্রুটি, লাকসামে দাঁড়িয়ে গেল বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কারাগারে উপজেলা চেয়ারম্যান, প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা

আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প

মঙ্গলবার বরগুনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

ডিসেম্বরেই বিপিএল, সূচি চূড়ান্ত

বালুবোঝাই ট্রাক কেড়ে নিল খালা-ভাগ্নির প্রাণ 

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, জেলা পরিষদ চেয়ারম্যানসহ আহত ৬

কোটা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১০

শিশুসহ নারীকে থানায় আটক / পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

১১

চবির আবাসিক হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১২

সাভার থেকে নিখোঁজ যুবকের মরদেহ নারায়ণগঞ্জে উদ্ধার

১৩

মুক্তিযুদ্ধে চালু থাকা ঢাবি মেডিকেল সেবা আজ কেন বন্ধ?

১৪

কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১৫

সংযুক্তির আদেশ বাতিল, সবাইকে মাঠপর্যায়ে পাঠানোর নির্দেশ পলকের

১৬

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

১৭

‘অসীম সাহা কবিতায় নিজস্ব মুদ্রা তৈরি করেছেন’

১৮

বিএনপি-জামায়াতের মতো অপশক্তিকে রাজপথে প্রতিহত করবে যুবলীগ : কামরুল ইসলাম

১৯

‘সারওয়ার মুরশিদ সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনকেও সমৃদ্ধ করেছেন’

২০
X