পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার অঘটন আর তুরস্ক-চেক প্রজাতন্ত্রের কার্ডের নতুন রেকর্ড দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব। শেষ দুই দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তুরস্ক ও জর্জিয়া।
এতে চূড়ান্ত হয় জার্মানিতে হওয়ার ইউরোর এবারের আসরের দ্বিতীয় রাউন্ডের সময়সূচি।
পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী নকআউটের এক পাশে রয়েছে, স্বাগতিক জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, স্লোভেনিয়া, বেলজিয়াম, জর্জিয়া ও ডেনমার্ক। এ পাশ থেকে ফাইনালে খেলবে একটি দল।
অন্য পাশে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, গতবারের রানার্স আপ ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, রোমানিয়া, অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও তুরস্ক। এই ৮ দল থেকে শিরোপা জয়ের মঞ্চে আসবে অন্য দলটি।
ইউরোর শেষ ষোলোর সময়সূচি (বাংলাদেশ সময় অনুসারে)
তারিখ | সময় | বার | ম্যাচ | ভেন্যু |
২৯ জুন | রাত ১০টা | শনিবার | সুইজারল্যান্ড-ইতালি | বার্লিন |
৩০ জুন | রাত ১টা | শনিবার | জার্মানি-ডেনমার্ক | ডর্টমুন্ড |
৩০ জুন | রাত ১০টা | রোববার | ইংল্যান্ড-স্লোভেনিয়া | গেলসেন |
১ জুলাই | রাত ১টা | রোববার | স্পেন-জর্জিয়া | কোলন |
১ জুলাই | রাত ১০টা | সোমবার | ফ্রান্স-বেলজিয়াম | ডুসেলডর্ফ |
২ জুলাই | রাত ১টা | সোমবার | পর্তুগাল-স্লোভেনিয়া | ফ্রাঙ্কফুর্ট |
২ জুলাই | রাত ১০টা | মঙ্গলবার | রোমানিয়া-নেদারল্যান্ডস | মিউনিখ |
৩ জুলাই | রাত ১টা | মঙ্গলবার | অস্ট্রিয়া-তুরস্ক | লাইপজিগ |
মন্তব্য করুন