স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

পয়েন্ট বেশি থাকা সত্ত্বেও ইউরো থেকে ইউক্রেনের বিদায়

৪ পয়েন্ট পেয়েও বিদায় নিতে হচ্ছে ইউক্রেনকে। ছবি : সংগৃহীত
৪ পয়েন্ট পেয়েও বিদায় নিতে হচ্ছে ইউক্রেনকে। ছবি : সংগৃহীত

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অনাকাঙ্খিত ভাবে বিদায় নিতে হয়েছে ইউক্রেনকে। ইউরোর গ্রুপ ‘ই’তে সর্বশেষ ম্যাচ ড্র করে চমকপ্রদ এক ঘটনায় কিছু দল থেকে বেশি পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেও বিদায় নিতে হচ্ছে তাদের।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হওয়া ম্যাচে গ্রুপ ই-র সমাপ্তি বেশ উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়েই শেষ হয়, যা দর্শকদের তাদের সীটের প্রান্তে রাখে।

গ্রুপের চূড়ান্ত ম্যাচগুলোতে প্রবেশ করার আগে, গ্রুপ ই-র চারটি দল—ইউক্রেন, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং রোমানিয়া—তিন পয়েন্ট নিয়ে সমান অবস্থানে ছিল, যা নকআউট রাউন্ডে পৌঁছানোর জন্য নাটকীয় লড়াইয়ের মঞ্চ তৈরি করেছিল। ইউক্রেন বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল যখন তখন একই সময় স্লোভাকিয়া রোমানিয়ার মুখোমুখি হয়।

স্লোভাকিয়া এবং রোমানিয়ার মধ্যে ম্যাচটি ফ্র্যাঙ্কফুর্টে ১-১ গোলে ড্র হয়, যার ফলস্বরূপ উভয় দল নকআউট পর্বে যোগ্যতা অর্জন করে। এদিকে, ইউক্রেন এবং বেলজিয়াম একটি গোলশূন্য ড্র উপহার দেয় যা বেলজিয়ামের জন্য গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল।

যদিও ইউক্রেন গ্রুপ পর্বটি চার পয়েন্ট নিয়ে শেষ করে তবে একটি জয়, একটি ড্র এবং একটি পরাজয়ে তারা গোল পার্থক্যের কারণে গ্রুপের নিচে ছিল। ইউক্রেন প্রথম দল হিসাবে ইউরো ইতিহাসে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। তাদের গোল পার্থক্য -২ ছিল, যেখানে স্লোভাকিয়ার শূন্য, বেলজিয়ামের +১ এবং রোমানিয়ার +১ ছিল।

ফলে নাটকীয়তা যোগ করে, একটি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে ইউক্রেন চার পয়েন্ট নিয়ে বাদ পড়ে কিন্তু আবার অন্য গ্রুপে স্লোভেনিয়া এবং হাঙ্গেরির মতো দলগুলো তিন পয়েন্ট নিয়ে, সেরা তৃতীয় স্থান পাওয়া চারটি দলের মধ্যে দুটি হিসাবে এগিয়ে যেতে পারে। এটি টুর্নামেন্ট ফুটবলের কঠোর প্রকৃতিকেই বড় করে ফুটিয়ে তুলে।

গ্রুপ ই-র দলগুলোর অবস্থান শেষ পর্যন্ত গোল ব্যবধান দ্বারা নির্ধারিত হয় যেখানে রোমানিয়া এবং বেলজিয়াম তাদের উন্নত পরিসংখ্যানের কারণে এগিয়ে যায়। রোমানিয়া চারটি গোল নিয়ে বেলজিয়ামকে পিছনে ফেলে, যেখানে বেলজিয়ামের দুটি গোল ছিল, এবং স্লোভাকিয়ার নিরপেক্ষ গোল পার্থক্য তাদের ইউক্রেনের উপরে রেখেছিল।

এই অস্বাভাবিক ফলাফলটি ইউরো ২০২৪-এর উত্তেজনা এবং অনির্দেশ্যতাকে তুলে ধরে, যেখানে প্রতিটি গোল এবং পয়েন্ট পার্থক্য তৈরি করতে পারে। ইউরোপের পরবর্তী চ্যাম্পিয়নকে মুকুট পরানোর পথে ভক্তরা আরও উত্তেজনাপূর্ণ এবং অপ্রত্যাশিত ফলাফলের প্রত্যাশা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি

পানি ছিটিয়ে প্রাঙ্ক ভিডিও, চলন্ত ট্রেন থামিয়ে পিটুনি

কোহলির অর্ধশতকে প্রোটিয়াদের ১৭৭ রানের টার্গেট ভারতের

দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন তরুণী

আর্ক ও আলোচিতকে এইচএন-এ মুগ্ধ শ্রোতারা 

অভিনব কায়দায় প্লেন চোরাচালান করল ইরান

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিয়ে এগিয়ে যাবে যুবলীগ : নাছিম

বিএনপির সমাবেশে পেশাজীবীদের ব্যাপক অংশগ্রহণ

বিএনপির সমাবেশে ছাত্রদলের পদবঞ্চিতদের শোডাউন

ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নিবন্ধ / ‘আঞ্চলিক রাজনীতিতে শেখ হাসিনার ভারত ও চীন সফরের গুরুত্ব’

১০

কোহলি-অক্ষরের ব্যাটিংয়ে লড়াইয়ে ভারত

১১

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : মোর্শেদ হাসান

১২

ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে চেচনিয়া

১৩

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৭৫ শতাংশে নেমে যাবে : অর্থমন্ত্রী

১৪

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু রোববার

১৫

কথা বললেই জরিমানা ৫ হাজার, মক্তব ও মসজিদে নিষেধাজ্ঞা

১৬

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

১৭

সাদেক এগ্রোর খামারের পুরোটাই গুঁড়িয়ে দিল ডিএনসিসি

১৮

প্রেসিডেন্ট নির্বাচন / আমেরিকার সঙ্গে কি সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ইরানিরা?

১৯

জনগণের কোনো কাজে আসছে না ৩৩ লাখ টাকার ব্রিজ

২০
X