জার্মানিতে ইউরো কাপে চুরির ঘটনা ঘটেছে। এতে বিপাকে পড়েছে অংশগ্রহণকারী দল সুইজারল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে ইতালির বিপক্ষে মাঠে নামার আগে চুরি শিকার হয়েছে সুইস শিবির।
খোয়া গেছে একাধিক তথ্যবহুল ল্যাপটপ। দুষ্কৃতীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে জার্মান পুলিশ।
জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ড। এতে শেষ ষোলো নিশ্চিত হয় তাদের। এ বার লক্ষ্য নকআউট পর্ব। এর আগে সমস্যায় পড়েছে সুইসরা। টিম হোটেল থেকে চুরি হয়ে গিয়েছে তাদের একাধিক ল্যাপটপ।
ফলে ইতালির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের নামার আগে প্রস্তুতিতে কিছুটা ঝামেলা হচ্ছে সুইজারল্যান্ডের। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন ল্যাপটপগুলোতে এমন কিছু তথ্য ছিল যা তাদের প্রস্তুতি নিতে সহায়ক।
সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আদ্রিয়ান আর্নল্ড বলেছেন, 'আমাদের দলের তিনটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ হোটেল থেকে চুরি হয়েছে। আমরা উদ্বিগ্ন। বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছি আমরা। ম্যাচের পরিকল্পনার তৈরির জন্য তথ্য বিশ্লেষণে হয়তো সমস্যা হবে না। তবে আমাদের সংরক্ষিত প্রচুর তথ্যের ক্ষতি হতে পারে।'
এ দিকে হোটেল কর্তৃপক্ষের পক্ষে বলা হয়েছে, 'আমরা সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের তদন্তে সব রকম সাহায্য করছি। আমরা তাদের হাতে প্রয়োজনীয় ছবি এবং ভিডিও তুলে দিয়েছি।'
আগামী ২৯ জুন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতালির মুখোমুখি হবে সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। আপাতত ইংলিশদের নিয়ে ভাবছে না সুইসরা।
তাদের প্রাথমিক লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষের ম্যাচ নিয়ে। এই ম্যাচের আগে চুরি হওয়া ল্যাপটপগুলো ফেরত দেওয়ার জন্য সুইজারল্যান্ড শিবিরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
মন্তব্য করুন