স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চিলিকে হারিয়ে নকআউটে চোখ আর্জেন্টিনার

অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার শিবিরে উৎসবের আবহ। দুদিন আগে ৩৭ বছরে পা দিয়েছেন তাদের দলনেতা ও প্রাণভোমরা লিওনেল মেসি। তবে সেই উৎসবকে একপাশে রেখে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউ জার্সিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরোনো শত্রু চিলির মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারায় আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে এ ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত হবে লা আলবিসেস্তেতাদের। এদিকে এ-গ্রুপের আরেক ম্যাচে কানাডার মুখোমুখি হবে পেরু।

এর আগে গত আসরে শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বে চিলি মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচটি ড্র করেছিল মেসি-ডি মারিয়ারা। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা।

যদিও এবার শুরুটা ভালো হয়নি চিলির। নিজেদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেন ক্লাদিও ব্রাভোর দল। কাজেই কিছুটা ব্যাকফুটে রয়েছে তারা। ২০১৬ সালের কোপার সেই ফাইনালে পর আরও ছয়বার মুখোমুখি হয়েছে দুদল।

পরিসংখ্যানে এগিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই ছয় ম্যাচে চিলি একবারও হারাতে পারেনি আর্জেন্টিনাকে। তিনটিতে জয় পায় মেসিরা আর বাকি তিনটি ড্র হয়।

এ ছাড়া আরও একটি ইতিহাস আর্জেন্টিনার পক্ষে। সানচেজ-ব্রাভোদের প্রধান কোচের দায়িত্বে আছেন কোচ রিকার্দো গার্সিয়া।

স্বদেশি এই কোচের বিপক্ষে পঞ্চমবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগের চারবারের দেখায় একবারও হারেনি লা আলবিসেলেস্তেরা। এ ছাড়া স্কালোনির শিষ্যরা রয়েছেন দারুণ ফর্মে। নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচের ১৪টিতে জিতেছে আর্জেন্টিনা। এ ছাড়া ১৪ ম্যাচের ১২টিতে কোনো গোল হজম করেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিলি তাদের শেষ ৯ ম্যাচের ৫টিতেই গোল করতে ব্যর্থ হয়।

বুধবার ২৮তম বারের মতো মুখোমুখি হবে দুদল। এর মধ্যে ১৪টিতে জিতেছে আর্জেন্টিনা। চিলির জয় পাঁচটিতে। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে নাটকীয় পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল চিলিয়ানরা।

জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে গত সপ্তাহে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করে আর্জেন্টিনা। সে ম্যাচে গোল না পেলেও দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

১৮ মাস আগে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর থেকে ১৫ ম্যাচের ১৪টিতে জয় পেয়েছে তারা। অবিশ্বাস্য হলেও সত্য গত পাঁচ বছরে খেলা ৬০ ম্যাচের ৫৮টিতে অপরাজিত মেসিরা।

শুধু গোল করা নয়, রক্ষণেও দুর্দান্ত আলবিসেলেস্তারা। কোপায় আর্জেন্টিনা তাদের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে এবং সম্প্রতি খেলা ছয়টি ম্যাচের চারটিতে কোনো গোল হজম করেনি।

চিলির বিপক্ষে এই ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে থাকতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি সদর হাসপাতালে পানির সংকট চরমে 

রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

যে কারণে স্পেনের বিপক্ষে জার্মানিকে পেনাল্টি দেওয়া হয়নি

সিলেটে সাড়ে ২৮ লাখ টাকার মাদক জব্দ

দল সেমিতে গেলেও ইউরো শেষ পেদ্রির

জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই : জনপ্রশাসনমন্ত্রী 

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্টে ১০৬২ মিটার ঝুঁকিপূর্ণ

বেলাবতে চায়না কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন

১০

কোটার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

১১

কোটাবিরোধী আন্দোলন / ক্লাস বর্জনের ডাক দিচ্ছে জবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা 

১২

ওয়ান বাংলাদেশের সন্মিলনে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

১৩

দাবাকে ভালোবেসে, দাবার কোর্টেই প্রাণ

১৪

নিষিদ্ধ ভয়ংকর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট কে?

১৫

চিনিকলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ এস আলম গ্রুপের

১৬

আ.লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর

১৮

মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমর্থনে বাকবিশিস’র মানববন্ধন 

২০
X