চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। মাঝপথে শাস্তি দেওয়া হয় আলবেনিয়া ও সার্বিয়াকে। গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় দুটি নিয়ম ভঙ্গ করে সার্বিয়া। এ জন্য বড় অঙ্কের জরিমানা করা হয় দেশটির ফুটবল ফেডারেশনকে।
আলবেনিয়াকেও দেওয়া শাস্তি। তবে সার্বিয়ার চাওয়া ক্রোয়েশিয়াকেও দেওয়া হোক শাস্তি। তা না হলে ইউরো কাপে না খেলার হুমকি দিয়েছে সার্বিয়া।
জুড বেলিংহ্যামের গোলে ইংলিশের কাছে হেরে যায় সার্বিয়া। সেই ম্যাচে দেশটির সমর্থকদের বিরুদ্ধে মাঠে জিনিসপত্র ছোড়া এবং গালাগাল করার অভিযোগ উঠেছিল। তদন্তের পর ১২ লাখ টাকা জরিমানা করা হয় সার্বিয়া ফুটবল ফেডারেশনকে।
সার্বিয়ার পাশাপাশি শাস্তি দেওয়া হয় আলবেনিয়াকেও। তাদের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। ইতালির বিরুদ্ধে মাঠে জিনিসপত্র ছোড়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া মাঠের মধ্যে বাজিও ফাটায় তাদের সমর্থকরা।
আবার একটি ব্যানার নিয়ে মাঠে ঢুকেছিলেন আলবেনিয়ার সমর্থকরা। এতে সার্বিয়াকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘গণহত্যাকারী দেশের সঙ্গে সহযোগিতা নয়।’
এ কারণে আলবেনিয়া ফুটবল ফেডারেশনকে প্রায় ৬৩ লাখ টাকা জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।
শাস্তি পেয়ে চটেছে সার্বিয়া। তাদের দাবি, যদি তারা শাস্তি পায়, তা হলে একই অপরাধ করায় ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে শাস্তি দিতে হবে। তা না হলে ইউরো কাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে দেশটি।
আলবেনিয়ার শাস্তি পেলেও, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ক্রোয়েটের বিরুদ্ধে কী অভিযোগ তা এখনো জানা যায়নি।
ইউরোপ সেরার লড়াইয়ে সার্বিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্লোভেনিয়া ও ডেনমার্ক। এখন পর্যন্ত প্রতিটি দলই খেলেছে একটি করে ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংলিশরা। কোনো পয়েন্ট নেই সার্বিয়ার। বাকি দুই দলে এক পয়েন্ট করে।
এ দিকে গ্রুপ বিতে আলবেনিয়া আর ক্রোয়েশিয়ার সঙ্গী স্পেন ও ইতালি। দুই ম্যাচ থেকে আলবেনিয়া আর ক্রোয়েশিয়ার পয়েন্ট এক করে। আর এক ম্যাচ করে খেলা স্পেন আর ইতালির পয়েন্ট ৩ করে।
মন্তব্য করুন