ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-০ গোলের হারের পর, বুধবার (১৯ জুন) আলবেনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লুকা মদ্রিচের দল।
এতে গ্রুপ-বি থেকে দ্বিতীয় রাউন্ডে উঠার পথটা অনেক কঠিন হয়ে গেলো ক্রোয়েটদের। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের ৬৬ নম্বরে থাকা আলবেনিয়ার জন্য অনেকটা জয়ের সমান ড্র এটি।
হামবুর্গে ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। ম্যাচের শুরুতে দারুণ এক গোলে এগিয়ে যায় আলবেনিয়া। তবে তিন মিনিট দুই গোল করে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। তবে শেষ দিকে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।
ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষেও আগে গোল করেছিল আলবেনিয়া। যদিও শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ক্রোয়েশিয়ার বিপক্ষেও আগে গোল পায় আলবেনিয়া।
১১ মিনিটে কাজিম লাচির গোলে ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত ধরে রাখে তারা। ম্যাচের ৭২ মিনিটে ক্রোয়েটদের ১-১ গোলের সমতায় ফেরান বার্থডে বয় আন্দ্রেই ক্রামারিচ।
ইউরোতে জন্মদিনে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। এর আগে ফ্রান্সের জ্যঁ ফ্রাঁসোয়া ডোমার্গ ও নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডার জন্মদিনে ইউরোতে গোল করেছিলেন।
দুই মিনিট পর আত্মঘাতী গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে এগিয়ে নেন আলবেনিয়ার ক্লাউস গিয়াসুলা। আত্মঘাতী এই গোলের শাপমোচন করেন গিয়াসুলা। ম্যাচের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে আলবেনিয়াকে সমতায় ফেরান তিনি।
ইউরোর মৃত্যুকুপ বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্পেন। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে দ্বিতীয়তে ইতালি। ২ ম্যাচে ১ পয়েন্ট আলবেনিয়া ও ক্রোয়েশিয়া।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইতালি। আর আলবেনিয়া খেলবে স্পেনের বিপক্ষে।
মন্তব্য করুন