ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসি, একবিংশ শতাব্দীর দুই সেরা ফুটবলার। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও আছেন দুই তারকা। সে গোল সংখ্যা আরও বাড়ানোর সুযোগ তাদের। চলমান ইউরোতে পর্তুগালকে নেতৃত্ব দিচ্ছেন ৩৯ বছর বয়সী রোনালদো।
আবারও শিরোপা ধরে লক্ষ্যে ৩৭ বছয় বয়সী লিওনেল মেসির অধিনায়কত্বে কোপা আমেরিকা খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তার আগে নতুন এক রেকর্ডে নাম লেখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। এতে মধ্য আমেরিকার দেশটিকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা।
Lautaro Martínez on the penalty Messi let him take: "I looked at him, and he gave it to me. I thanked him, and I thank him publicly as well. It's a gesture from a GREAT, a gentleman both on and off the field. This is very important to me." @gastonedul pic.twitter.com/KOGWXMMILg — All About Argentina (@AlbicelesteTalk) June 15, 2024
জোড়া গোলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয়তে ওঠে এসেছেন ন তিনি। মেসি ইরানের আলী দাই সঙ্গে যৌথ্যভাবে দ্বিতীয়তে আছেন। পর্তুগালের ইতিহাসে ৩১ শতাংশ ম্যাচ খেলা রোনালদো, ২০৭ ম্যাচে ১৩০ গোল করে আছেন এই তালিকার শীর্ষে। মেসি ১৮২ ম্যাচে করেছেন ১০৮ গোল। ইরানের আলী দাই ১৪৮ ম্যাচে করেছেন ১০৮ গোল।
২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলের অভিষেক হওয়া রোনালদো, দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতেন ২০১৬ সালের ইউরোতে। আর ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতি ফুটবলের অভিষেক হয় তার। কিন্তু দুই মিনিট লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে জেতেন বিশ্বকাপ। দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায নির্বাচিত হন সেরা ফুটবলার। দুজনের সামনে সুযোগ সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থেকে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করার।
আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পেতে মেসিকে খেলতে হয়েছে ৬ ম্যাচ। আর পর্তুগালের জার্সিতে অষ্টম ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান রোনালদো। ২০০৪ সালে ইউরো কাপে গ্রিসের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন সিআরসেভেন। ২০ বছর পর টানা ষষ্ঠ ইউরোপীয় প্রতিযোগিতা খেলার জন্য প্রস্তুত তিনি।
রোনালদো ৪৭টি দেশের বিপক্ষে গোল করেছেন। এর মধ্যে ইউরোপের দেশের অংশই বেশি। অন্যদিকে মেসি গোল করেছেন ৩৭টি দেশের বিপক্ষে।
পর্তুগিজ তারকা সবচেয়ে বেশি লুক্সেমবুর্গের বিপক্ষে। ইউরোপের এই দেশটির বিপক্ষে রোনালদোর গোল ১১টি। মেসির সবচেয়ে বেশি গোল বলিভিয়ার বিপক্ষে। লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে তার গোল ৮টি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (সেরা ৫)
খেলোয়াড় দেশ ম্যাচ গোল বছর ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ২০৭ ১৩০ ২০০৩- লিওনেল মেসি আর্জেন্টিনা ১৮২ ১০৮ ২০০৫- আলী দাই ইরান ১৪৮ ১০৮ ১৯৯৩-২০০৬ সুনীল ছেত্রী ভারত ১৫১ ৯৪ ২০০৫-২০২৪ মোখতার দাহারি মালয়েশিয়া ১৪২ ৮৯ ১৯৭২-১৯৮৫
মন্তব্য করুন