স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতে শুরু হওয়া ইউরো কাপ যেভাবে দেখবেন

ইউরো আয়োজনে প্রস্তুত জার্মানি। ছবি : সংগৃহীত
ইউরো আয়োজনে প্রস্তুত জার্মানি। ছবি : সংগৃহীত

২০২১ সালের ১২ জুলাই ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর শিরোপা জেতে রবার্তো মানচিনির ইতালি। পরের বছরটা ভুলে যেতে চাইবেন ইতালিয়ানরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হয়নি তাদের। সে কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বারপ্রান্তে আরও একটি ইউরো। কিন্তু ফেবারিটের তালিকায় নেই বর্তমান চ্যাম্পিয়নদের নাম। শুক্রবার রাতে জার্মানিতে শুরু হবে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। শিরোপা জয়ের দৌড়ে জার্মানির সঙ্গে উচ্চারিত হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালের নাম।

উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক জার্মানি। তিনবারের চ্যাম্পিয়নরা সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৬ সালে। ২০১৪ বিশ্বকাপজয়ীদের সময়টা ভালো যাচ্ছে না। পরপর দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানরা।

এছাড়া ইংল্যান্ডের কাছে হেরে গত ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় জার্মানি।

গ্রুপ-এ’র লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় রাতে জার্মানরা আতিথ্য দেবে স্কটল্যান্ডকে। নতুন কোচ হুলিয়ান নাগেলসমানের অধীনে দীর্ঘ ১০ বছরের দুঃসময় কাটানোর লক্ষ্য চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্কোয়াড গড়েছেন জার্মান কোচ। এ দিকে ১৯৯৬ সালের পর এই প্রথম টানা দ্বিতীয়বার ইউরো খেলছে স্কটল্যান্ড। আসরের শুরুতে বড় অঘটনের লক্ষ্য স্কটিশদের।

এদিকে তিন যুগ পর ইউরো আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জার্মানি। মাঠের পাশাপাশি আয়োজনেও সফল হতে চায় তারা। মাসব্যাপী এই আয়োজনে প্রায় ২.৭ বিলিয়ন পর্যটকের জার্মানিতে আগমণ ঘটতে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

তবে স্থানীয়দের মধ্যে ইউরো নিয়ে খুব একটা আগ্রহ নেই। জার্মানির গণমাধ্যমের দাবি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও মৌলবাদী সংগঠনের ক্রমাগত হুমকির কারণে আগ্রহ হারাচ্ছেন জার্মানরা। যদিও নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছে জার্মান পুলিশ।

সাইবার অ্যাটাক রুখতেও প্রস্তুতি নিয়েছে তারা। শেষ পর্যন্ত মাঠের খেলাকে জয়ী করতে আয়োজকদের কমতি নেই। আগামী ১৪ জুলাই বার্লিনে ফাইনালটা ভালেভাবে শেষ হয়ে গেলে স্বস্তি আয়োজকদের।

ইউরোপ মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপে খেলবে ২৪টি দল। ৬ গ্রুপের রয়েছে ৪টি করে দল। জার্মানিতে ১৪ জুন শুরু হয়ে ইউরোপের এ ফুটবল মহাযুদ্ধ চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। যদিও কিছু ম্যাচ তার আগে শুরু হবে।

ইউরোর গ্রুপ বিন্যাস

এ-গ্রুপ: জার্মানি, সুইরাজল্যান্ড, হাঙ্গেরি ও স্কটল্যান্ড

বি-গ্রুপ: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া

সি-গ্রুপ: ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়া

ডি-গ্রুপ: ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া

ই-গ্রুপ: বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেন

এফ-গ্রুপ: পর্তুগাল, তুরস্ক, জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র

যেভাবে দেখা যাবে

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে থেকে ভারতীয় উপমহাদেশে ইউরো কাপ প্রচারের স্বত্ত্ব পেয়েছে সনি নেটওয়ার্ক৷ তাই এই নেটওয়ার্কের সবগুলো স্পোর্টস চ্যানেলে দেখা যাবে ইউরোর ম্যাচ।

এই যেমন, সনি স্পোর্টস টেন-টু, সনি স্পোর্টস টেন-টু এইচডি, সনি স্পোর্টস টেন-থ্রি, সনি স্পোর্টস টেন-থ্রি এইচডি। এ ছাড়া লাইভ স্ট্রিমিং করবে সনি লিভ অ্যাপ এবং ওয়েব সাইট।

সনি নেটওয়ার্ক ছাড়াও বাংলাদেশে ইউরোর ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টস টিভি এবং টি-স্পোর্টস অ্যাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১০

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১১

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

১২

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

১৩

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

১৪

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

১৫

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১৬

ইউরো ২০২৪ / স্টুটগার্টে ইতিহাসের পুনরাবৃত্তি, পিতা-পুত্রের স্মরণীয় উদযাপন

১৭

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

১৮

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

১৯

দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজল

২০
X