স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
২০২৪ কোপা আমেরিকা

ব্রাজিলের চেয়ে মেসিদের ম্যাচের টিকিট মূল্য বেশি

কোপায় মেসির ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি । ছবি : সংগৃহীত
কোপায় মেসির ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি । ছবি : সংগৃহীত

আর মাত্র ৮ দিন পরে শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কোপা আমেরিকার এবারের আসরটি একটু আলাদা কারণ এবার শুধু দক্ষিণ আমেরিকা নয় খেলছে উত্তর আমেরিকার ছয়টি দেশও। জুনের ২০ তারিখ থেকে শুরু হওয়া এই আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মহাদেশীয় এই আসর শুরু হওয়ার আগে আসরে অংশগ্রহণকারী দেশগুলোর ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড সকার রিভিউ। যেখানে দেখা যাচ্ছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে এবং আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ভক্তদের দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার ফলে টিকিট পুনরায় বিক্রির বাজারে দাম বেড়ে গেছে।

আর্জেন্টিনার গ্রুপ স্টেজের তিনটি ম্যাচের টিকিট বিক্রির এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়, যার ফলে বিকল্প টিকিট মার্কেটগুলোতে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের অন্যান্য দেশের তুলনায় আর্জেন্টিনার ম্যাচগুলির জন্য দেখা যায় টিকিটের বেশি দাম নির্ধারণ করা হয়েছে, এমনকি তা স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ফুটবল পরাশক্তি ব্রাজিলের ম্যাচ থেকেও বেশি।

টুর্নামেন্টের আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য ২১৫ ডলার থেকে শুরু যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকা। যা দ্রুত বেড়ে ২৮০ ডলার পর্যন্ত গিয়েছিল। বর্তমানে বৈধ পথে এই টিকিটি ক্রয়ের কোন উপায় নেই। টিকিট পুনরায় বিক্রির প্ল্যাটফর্মেও এর দাম অত্যাধিক বেড়ে যায়, টিকিটমাস্টারে এগুলোর মূল্য ৩০৩ ডলার সর্বনিম্ন দাম দেখাচ্ছে এবং ভিভিড সিটস-এ এটি ২৪৪ থেকে শুরু হয়।

অন্যান্য দলের গ্রুপ স্টেজের ম্যাচগুলির জন্য টিকিটের দাম আবার উল্লেখযোগ্যভাবে কম। মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ এবং হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচের পুনরায় বিক্রয়ের টিকিটের দাম টিকিটমাস্টারে যথাক্রমে ৩৫৮ এবং ৪৭৪ ডলার থেকে শুরু হয়। ভিভিড সিটস চিলির ম্যাচের জন্য ২৬৩ এবং পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩৫৪ ডলার থেকে কম দামে টিকিট অফার করছে।

তুলনামূলকভাবে, অন্যান্য কোপা আমেরিকার ম্যাচগুলির টিকিট অনেক সস্তা। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিট বোলিভিয়ার বিপক্ষে মাত্র ৬০ ডলার থেকে শুরু হয়। ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা এবং পেরু বনাম চিলির ম্যাচের টিকিট যথাক্রমে ৪৫ এবং ৫০ ডলার থেকে শুরু হয়।

আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম মূল্য নির্ধারণ করা হয়েছে কারণ তারা গ্লোবাল ফুটবল শক্তিশালী এবং ভক্তদের পছন্দের দল। তবে তবুও ব্রাজিলের ম্যাচের টিকিট মূল্য আর্জেন্টিনা থেকে অনেক কম। মাত্র ৯১ ডলার খরচ করলেই দেখা যাবে ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ।

যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে প্রীতি ম্যাচ খেললেও, এই টুর্নামেন্টটি আমেরিকান ভক্তদের জন্য একটি বিরল সুযোগ যা তাদেরকে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখতে পাওয়া। আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের গ্রুপে শীর্ষে থাকলে তারা কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে পারে, যা টিকিটের দাম আরও বাড়াতে পারে।

১৪টি মার্কিন শহরে অনুষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকা আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে যা আটলান্টার মের্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় ১০ ট্রলার ডুবি, ৫ ট্রলারসহ নিখোঁজ ২৮ মাঝি

হাজারো ষড়যন্ত্রে বিএনপিকে নিঃশেষ করতে পারেনি : শাহজাহান

বগুড়ায় যোগদান করেই জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে ডিসি

কবি সম্মেলন / ‘ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি স্লোগানই ছিল অনন্য কবিতা’

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা 

‘ত্যাগ স্বীকার করার পরও জায়গাটা ধরে রাখতে পারি না’

বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ 

শহীদের স্বজনের আর্তনাদ, বিচার দাবি / আওয়ামী হায়েনাদের আক্রমণ প্রতিহত করুন : মির্জা ফখরুল

১০

কারখানায় ঘাস তৈরি, প্রযুক্তির এক নতুন উদ্ভাবন

১১

তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫

১২

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১৩

‘ফ্যাসিবাদী হাসিনা আমার পিতাকে অন্যায়ভাবে হত্যা করেছে’

১৪

শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল

১৫

পেঁয়াজ রপ্তানি নিয়ে ‍সুখবর দিল ভারত

১৬

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ হওয়া উচিত : হাসনাত

১৭

ডাচ্-বাংলা ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ

১৮

সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করার হুঁশিয়ারি সমন্বয়ক মাহিনের

১৯

এমডির আশ্বাসে কৃষি ব্যাংক কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহার

২০
X