হাতে আর মাত্র কয়েকদিন এরই মধ্যে মাঠে গড়বে কোপা আমেরিকা কাপ। এ জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও ব্যস্ত সময় পার করছে তাদের প্রস্তুতি নিয়ে।
প্রস্তুতি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সবার আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পা রাখে আলবিসেলেস্তারা। দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির ডেরায় ইন্টার মায়ামিতে অনুশীলন করছে তারা। এরই মধ্যে খেলা একটি প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ও পেয়েছে আর্জেন্টিনা।
কোপার ৪৮তম আসরে শিরোপা ধরে রাখার মিশন লিওনেল স্কালোনির শীর্ষদের। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে খেলবে আর্জেন্টিনা। তাই শুধু ভালো প্রস্তুতি কাজে না আসতে পারে!
এ জন্য নিজ দলের ফুটবলার, কোচিং স্টাফ, দলের সঙ্গে থাকা সকল কর্মী এবং সমর্থকদের প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেখানে সবাইকে আরও একবার একসঙ্গে জ্বলে ওঠার আহবান জানিয়েছেন।
মেসি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। থ্রি-স্টার যুক্ত আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরিহিত ভিডিওতে, নিজের হৃদয়ের ওপর হাত রেখে মেসি বলছেন, ‘আর্জেন্টিনা দলের সঙ্গী, কোচ, কর্মী, প্রতিটি শহর, প্রত্যেক সমর্থক, যারা এই জার্সি পড়েছেন তারা সবাই এখানে আছেন।’
Lionel Messi on Instagram: "Here, you are. Here, in the heart, is Argentina. Let's all go together again." pic.twitter.com/e4n80rj3V4 — Roy Nemer (@RoyNemer) June 11, 2024
এ সময় তিনি আরও বলেন, ‘সকল ক্লাব, সব পিচ এবং স্কুল রয়েছে। এখানে আনন্দ আছে, আছে দুঃখ। আমরা এটি দিয়ে আলিঙ্গন করি আবার কান্নাও করি। এখানে আমার, আপনাদের প্রত্যেকের পরিবার রয়েছে। যারা এখানে নেই, তারাও এখানে আছে। এই যে তুমি এখানে, হৃদয়ে, কারণ তুমিই আর্জেন্টিনা। আসুন, আর একটিবার, সবাই মিলে এক সঙ্গে জ্বলে ওঠি।’
আগামী ২০ জুন শুরু হবে শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডা। রেকর্ড সর্বোচ্চ ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এক গ্রুপে ৪টি দল আর চার গ্রুপের ১৬ দল।
কোপা আমেরিকা গ্রুপ বিন্যাস
এ-গ্রুপ : আর্জেন্টিনা, কানাডা, চিলি, পেরু বি-গ্রুপ : ইকুয়েডর, মেক্সিকো, জ্যামাইকা, ভেনিজুয়েলা সি-গ্রুপ : যুক্তরাষ্ট্র, পানামা, উরুগুয়ে, বলিভিয়া ডি-গ্রুপ : ব্রাজিল, প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া
আর্জেন্টিনার পরের দুই ম্যাচে ২৬ জুন চিলি এবং ৩০ জুন পেরু বিপক্ষে খেলবে।
মন্তব্য করুন