স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে "লড়াই" করতে প্রস্তুত মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চলতি বছরের প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন। এমনকি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য তার ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে ‘লড়াই’ করতেও প্রস্তুত তিনি। ২০২২ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মার্টিনেজ বর্তমানে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার লড়াইয়ের অংশ।

মার্টিনেজ তার জাতীয় দলের হয়ে কোপায় খেলার পাশাপাশি অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছে পুনরায় ব্যক্ত করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপার বলেন, ‘অনেক খেলোয়াড় যেমন বলেছেন, যদি হাভিয়ের (মাসচেরানো) আমাদের চান, আমরা ফাঁকা থাকি। তাহলে অবশ্যই, জাতীয় দল ক্লাবের আগে আসবে। আমি যেতে চাই। আরো অনেকেও যেতে চায়।’

তবে মার্টিনেজের জন্য চ্যালেঞ্জ হলো অ্যাস্টন ভিলার থেকে অনুমতি পাওয়া। ক্লাবটি আগেও অন্যান্য টুর্নামেন্টে তার অংশগ্রহণ বাধাগ্রস্ত করেছে এবং আসন্ন ব্যস্ত সময়সূচিতে তাকে না ছাড়তেই চাবে। কোপা আমেরিকার ফাইনাল অলিম্পিকের মাত্র ১০ দিন আগে এবং অলিম্পিকের শেষ হওয়ার এক সপ্তাহ পরে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হবে।

মার্টিনেজ টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘মার্চে হাভিয়েরের এর সঙ্গে কথা বলার সম্ভাবনা ছিল। এটি একটি ইচ্ছা যে আমি খেলতে চাই, তবে এটি অবশ্যই শুধু আমার ওপর নির্ভর করে না। ক্লাব আমাকে অনেকবার যেতে বাধা দিয়েছে। আমি জানি যে আমাকে ক্লাবের সঙ্গে একটু বেশি লড়াই করতে হবে। এটি ১০০ শতাংশ নিশ্চিত নয় তবে আমার দিক থেকে, এটি আমার একটি ইচ্ছা, আমি অলিম্পিক জিততে চাই।’

অ্যাস্টন ভিলা গত মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করার পর চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই তাদেরর অবস্থানে কঠোর। ক্লাবটি ইতোমধ্যে ফরাসি কোচ থিয়েরি হেনরিকে লুকাস ডিগনে এবং মুসা ডিয়াবিকে ফ্রান্সের অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করতে বাধা দিয়েছে।

তবে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নেওয়া মার্টিনেজের অলিম্পিক আকাঙ্ক্ষা এখনো অনিশ্চিত রয়ে গেছে। বাজপাখি খ্যাত এই গোলকিপার জাতীয় দলের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ তবে তার ক্লাবের সঙ্গে আলোচনার অসুবিধাগুলোও তিনি বুঝছেন। তিনি বলেন, ‘এখন ক্লাবের সঙ্গে লড়াই করা খুব কঠিন কারণ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোপা আমেরিকা জেতা। তারপর আসে অলিম্পিক এবং এটি আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি ট্রফিটি জিততে চাই।’

মার্টিনেজের ইচ্ছে থাকলেও তার যাওয়ার সিদ্ধান্ত এখন আর তার কাছে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটা বিরোধী বিক্ষোভ শুরু

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

পুলিশি বাধায় তাঁতীবাজার মোড়ে অবস্থান জবি শিক্ষার্থীদের

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১০

ইউরো ২০২৪ / স্টুটগার্টে ইতিহাসের পুনরাবৃত্তি, পিতা-পুত্রের স্মরণীয় উদযাপন

১১

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

১২

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

১৩

দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজল

১৪

বিপৎসীমার ওপরে টাঙ্গাইলের সব নদীর পানি

১৫

পিজিআরকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

১৬

পেট্রোম্যাক্স এলপিজিতে নিয়োগ, পদসংখ্যা অনির্ধারিত

১৭

পঞ্চম দিনে কোটাবিরোধী আন্দোলনে জবি শিক্ষার্থীরা

১৮

বৃক্ষমেলার আড়ালে বাণিজ্য মেলা!

১৯

যমুনার পানি বেড়ে ডুবে যাচ্ছে বসতবাড়ি

২০
X