স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কোপায় মেসিকে ডাকছে ৭ রেকর্ড

যুক্তরাষ্ট্রে দলে সঙ্গে অনুশীলনের লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে দলে সঙ্গে অনুশীলনের লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে ২০ জুন থেকে স্বদলবলে প্রতিপক্ষের ওপর হামলে পড়বেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সামনে রয়েছে ৭টি নতুন রেকর্ডের হাতছানি।

২০২১ সালে গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তুলে ছিলো আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ১২ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল বেছে নিতে হবে তাকে।

এর আগে গুয়েতেমালা এবং ইকুয়েডরের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ১০ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা দিতে পারেন স্কালোনি।

২০২১ সালে কোপা জয়ের পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে বঞ্চিত হয় কোপার শিরোপা থেকে। তবে সে সব এখন অতীত। জুনে শুরু হতে যাওয়া কোপায় মেসির কারণে হুমকিতে পড়েছে ৭টি রেকর্ড।

নিম্নলিখিত ৭টি রেকর্ড ভাঙতে পারেন আর্জেন্টাইন তারকা:

১. সাবেক বার্সেলোনা সুপারস্টার সামনে কোপার সর্বকালের সেরা গোলদাতা হওয়ার সুযোগ। আর মাতে পাঁচটি গোল করলেই স্বদেশী নরবার্তো মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহোর ১৭ গোলের রেকর্ডটি টপকে যাবেন মেসি।

২. কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নামার সঙ্গে সঙ্গে কোপায় সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে ৩৪ ম্যাচ নিয়ে সার্জি লিভিংস্টোনের সঙ্গে যৌথ্যভাবে এই তালিকার শীর্ষে আছেন তিনি।

৩. ২০ জুন প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৭টি কোপা খেলার মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

৪. শতবর্ষী কোপায় দুটি করে হ্যাটট্রিক করেছেন মাত্র ১০ জন ফুটবলার। আর একটি হ্যাটট্রিক করলে, এই তালিকায় নাম উঠবে তার।

৫. কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার। এ জন্য তাকে করতে হবে অন্তন ১০ গোল।

৬. শত বছরের এই টুর্নামেন্টে একই ফুটবলার পর পর দুবার জিততে পারেনি আসর সেরা পুরস্কার। ২০২১ সালে এই পুরস্কার জিতেছিলেন মেসি। এবার যদি এই পুরস্কার জিততে পারেন, তাহলে কোপার ইতিহাসে প্রথমবারের মতো তিনি এই রেকর্ডে নাম লেখাবেন। ৭. আর চারটি গোল করলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ভাগ বসাবেন তিনি। অবশ্য এ নিয়ে হতে পারে ইঁদুর দৌড় খেলা। কারণ প্রায় একই সময়ে পর্তুগালের হয়ে ইউরো কাপ খেলতে নামবেন সি আর সেভেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা পরিস্থিতির অবনতি, কী বলছে আবহাওয়া অফিস?

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে : ডিবি প্রধান

ব্রাহ্মণপাড়ায় সড়কের ওপর বাঁশের সাঁকো!

ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আলী খামেনি

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ফেসবুক থেকে আয় করা সহজ হচ্ছে

আট মাসে বজ্রপাতে মৃত্যু ২৯৭

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৬

ডিবি কার্যালয়ে আয়নাঘর থাকবে না

টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ?

১০

শরীয়তপুরে ১০২ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

১১

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হচ্ছে

১২

বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত

১৩

ইয়েমেনের ১৫ নিশানায় মার্কিন হামলা

১৪

‘বিরল’ এক সফরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

১৬

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি : আজাদ

১৭

সাড়ে ৩ কোটি টাকার চাল নিয়ে লাপাত্তা খাদ্যগুদাম কর্মকর্তা

১৮

সাতক্ষীরায় ৯ মাস বেতন পাচ্ছেন না ৪২০ শিক্ষক

১৯

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

২০
X