স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের জার্সিতে এমবাপ্পের অভিষেক কবে?

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সময় সোমবার (৩ জুন) মধ্যরাতে কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো দীর্ঘ প্রতিক্ষার একটি গল্পের।

একটি-দুটি নয় দীর্ঘ সাত বছর ধরে স্প্যানিশ জায়ান্টদের জার্সি পড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। এখন সাদা-কালো জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ফরাসি তার। প্রশ্ন হচ্ছে রিয়ালের বিখ্যাত জার্সিতে কবে অভিষেক হবে এমবাপ্পের?

তবে খুব দ্রুত হওয়ার স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে অভিষেক হওয়ার সুযোগ কম। এতে তো শেষ হয়েছে ক্লাব ফুটবলের মৌসুম। তার উপর আগামী ১৪ জুন থেকে জামার্নিতে শুরুতে ইউরো চ্যাম্পিয়নশিপ।

স্বাভাবিকভাবে ইউরোপ সেরার মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ না হওয়া পযর্ন্ত রিয়ালে যোগ দিতে পারবেন না ফরাসি তারকা।

অবশ্য ফ্রান্সের পারফরম্যান্সের উপর নির্ভর করছে অনেক কিছু। যদি ইউরো সেমিফাইনালে আগে বিদায় নেয় ফরাসিরা, তাহলে প্রাক-মৌসুম সফলে রিয়ালের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এমবাপ্পে।

আর টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলে যুক্তরাষ্ট্রে সফরে ৩১ জুলাই ইন্টার মিলান, ৩ আগস্ট বার্সেলোনা এবং ৬ আগস্ট চেলসির নামা হবে না ফরাসি তারকা।

যদি ইউরোতে ফ্রান্স সেমিফাইনালে খেলে তাহলে ১৪ আগস্ট স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে প্রথমবারের মতো নামতে পারবেন তিনি। সেদিন পোল্যান্ডে ইতালিয়ান আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ শিরোপা দিয়ে নিজের অভিষেক রাঙানোর সুযোগ রয়েছে এমবাপ্পের।

আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রিয়াল মাদ্রিদের সমর্থকদের হৃদয়ে। এমবাপ্পেকে কবে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবে স্প্যানিশ জায়ান্টরা। মূলত ইউরোর পরে হবে সব আনুষ্ঠানিকতা। সান্তিয়াগো বার্নাব্যুতে তার তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৫ বা ১৬ জুলাই।

সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের আলোয় ফুটবলকে আলোকিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছিলেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এমনকি লিওনেল মেসি ও নেইমারের মতো তারকা দলে থাকার পরও টানা ৬ মৌসুম ধরে ক্লাবের সর্বোচ্চ স্কোরার তিনি।

ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সমান উজ্জ্বল এমবাপ্পে। ২০১৮ সালে জেতেন বিশ্বকাপ, ২০২১ সালে জেতেন উয়েফা নেশনস লিগ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হলেও ৮ গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

২৫৬ গোল করে প্যারিসের ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা তিনি। গত ৭ মৌসুমে লিগ শিরোপাসহ ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন ১৭টি শিরোপা। কিন্তু জেতা হয়নি ইউরোপ সেরার পুরস্কার চ্যাম্পিয়নস লিগ। সেই আক্ষেপ ঘুচাতে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। এবার হয়তো পুরন হবে তার স্বপ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএইচটিতে সিট বাণিজ্য / সভাপতিসহ ৬ ছাত্রলীগনেতা বহিষ্কার

ঢাকায় চলছে সপ্তাহব্যাপী সীফুড ম্যানিয়া 

কুমিল্লায় পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দলের ভরাডুবির মধ্যে নিজ আসনে কী হাল ঋষি সুনাকের?

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

গভীর রাতে বসতবাড়ি ভাঙচুর করে মালামাল লুট

পাটের সোঁনালি আঁশ ছাড়ানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ঘোষণার অপেক্ষায় ঢাকা মহানগর ওলামা দলের নতুন কমিটি

নানি-নাতি মিলে করতেন মাদকের ব্যবসা

পিলার আছে সেতু নেই, ঠিকাদার বললেন টাকা শেষ

১০

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

১১

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমারের জীবনী

১২

কক্সবাজারে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভা

১৩

দিবুর মহানুভবতা দেখল বিশ্ব

১৪

ভেঙে গেল কাঠের পুল, ভোগান্তিতে ১০ হাজার মানুষ

১৫

বিদ্যুতের দুই কর্মচারীকে পেটানোর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

১৬

টাইব্রেকে জয়ের পর যা বললেন আর্জেন্টিনা কোচ

১৭

‘মহসিন বিয়ে না করলে, এ বাড়িতেই আত্মহত্যা করব’

১৮

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন / টানা পাঁচবার বিজয়ী রুশনারা

১৯

পেনাল্টি মিস আর চোট নিয়ে কী বললেন মেসি

২০
X