বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। মঙ্গলবার (৪ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকারুরা। বাংলাদেশের সাথে ম্যাচের জন্য শক্তিশালী দল নিয়েই এসেছে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড খেলা দলটি ।
অস্ট্রেলিয়া থেকে অবশ্য সরাসরি আসেনি তারা। থাইল্যান্ডে যাত্রা বিরতি দিয়ে ঢাকায় পা রেখেছে সকারুরা। আজকে বিশ্রামের পর আগামীকাল ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় এক সেশন অনুশীলন করবে দলটি। বৃহস্পতিবার (৬ জুন) কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা। ম্যাচ খেলে রাতেই আবার স্বদেশের উদ্দেশ্যে রওনা হবে তারা।
এশিয়া অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করেছিল। যদিও মেলবোর্নের সেই ম্যাচে ৭ গোল হজম করতে হয়েছিল হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য অলৌকিক কিছুর।
অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দেখা অবশ্য এবারই প্রথম নয়। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে এর আগেও দুইবার অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রুপে ছিল বাংলাদেশ।
মন্তব্য করুন