দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (৩ জুন) বাংলাদেশ সময় মধ্যরাতে এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী পাঁচ বছরের জন্য ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি অধিনায়ক যোগ দিলেন লস ব্লাঙ্কোসদের ডেরায়।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ২০২৯ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। এজন্য বিশ্বকাপজয়ী এই তারকাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশেষ পরামর্শ দিয়েছেন রিয়ালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।
রিয়ালে হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করেছেন সিআরসেভেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপার পাশাপাশি পর্তুগিজ তারকা জিতেছেন ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরও। স্বাভাবিকভাবেই তার পরামর্শ কাজে দেবে এমবাপ্পের।
ফরাসি তারকার সঙ্গে রিয়ালের চুক্তির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালদো লিখেন, 'রিয়াল মাদ্রিদের নতুন তারকাকে শুভেচ্ছা। এখন লস ব্লাঙ্কোস জার্সিতে ফরাসি তারকাকে দেখার সময় এসেছে। বার্নাব্যুকে তোমার আলো আলোকিত করো, যা দেখে আমরা উচ্ছ্বসিত হবো।'
সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের আলোয় ফুটবলকে আলোকিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছিলেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এমনকি লিওনেল মেসি ও নেইমারের মতো তারকা দলে থাকার পরও টানা ৬ মৌসুম ধরে ক্লাবের সর্বোচ্চ স্কোরার তিনি।
ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সমান উজ্জ্বল এমবাপ্পে। ২০১৮ সালে জেতেন বিশ্বকাপ, ২০২১ সালে জেতেন উয়েফা নেশনস লিগ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হলেও ৮ গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।
২৫৬ গোল করে প্যারিসের ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা তিনি। গত ৭ মৌসুমে লিগ শিরোপাসহ ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন ১৭টি শিরোপা। কিন্তু জেতা হয়নি ইউরোপ সেরার পুরস্কার চ্যাম্পিয়নস লিগ। সেই আক্ষেপ ঘুচাতে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। এবার হয়তো পুরন হবে তার স্বপ্ন।
মন্তব্য করুন