স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লিকের হাতেই বার্সার দায়িত্ব

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

জাভি হার্নান্দেজের বিদায়ের পরই গুঞ্জন ছিল যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দায়িত্বে আসছেন সাবেক বায়ার্ন ও জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। অপেক্ষা ছিল শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। ট্রেবল জয়ী এই জার্মান কোচকে কাতালান ক্লাবটির কোচ হিসেবে পেতে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না বার্সা ভক্তদের। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। আসন্ন মৌসুমের জন্য নতুন কোচ পেল এই মৌসুমে ট্রফিহীন থাকা বার্সেলোনা ফুটবল ক্লাব।

বুধবার (২৯ মে) বার্সেলোনা এক সংবাদ বিবৃতিতে দুই বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে সাবেক বায়ার্ন ও জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের নিয়োগ নিশ্চিত করে। ৫৯ বছর বয়সী ফ্লিক বার্সার বিদায়ী কোচ জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত সপ্তাহে বরখাস্ত হওয়ার পর রোববার জাভি শেষবারের মতো বার্সার ডাগআউটে ম্যাচ পরিচালনা করেন।

"এফসি বার্সেলোনা এবং হ্যান্সি ফ্লিক ৩০ জুন ২০২৬ পর্যন্ত বার্সা পুরুষ দলের ফুটবল কোচ হওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে," বার্সা একটি বিবৃতিতে জানায়।

বার্সার বিদায়ী কোচ জাভি তার শেষ ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে ইতি টানেন। তবে এ ছাড়াও বার্সার কাছ থেকে প্রাপ্ত প্রায় ১২ মিলিয়ন ইউরো মূল্যমানের শেষ বছরের বেতন ত্যাগ করতে সম্মত হন। তবে, বার্সেলোনা তাকে ২০২১ সালে আল সাদ থেকে বেরিয়ে আসার জন্য নিজের পকেট থেকে দেওয়া ২.৫ মিলিয়ন ইউরোর অধিকাংশই ফেরত দিবে। এছাড়াও, ক্লাবটি জাভির ব্যাকরুম স্টাফের ছয় সদস্যের জন্য প্রায় ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিবে।

ফ্লিক ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ফুটবলের বাইরে রয়েছেন। তিনি ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে জার্মানদের ব্যর্থতা এবং একাধিক খারাপ ফলের কারণে জার্মান জাতীয় দল থেকে বরখাস্ত হন। এর আগে অবশ্য তিনি বায়ার্ন মিউনিখের সাথে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিলেন। ২০২০ সালে একটি ঐতিহাসিক ট্রেবল জয়ের অংশ হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন যার মধ্যে ছিল তার বর্তমান ক্লাব বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করা ম্যাচ।

বার্সেলোনার অবশ্য ফ্লিকের প্রতি আগ্রহ নতুন নয়। ২০২১ সালের দিকে ফ্লিক বায়ার্নে থাকা অবস্থাতেই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এই জার্মানকে নিজেদের কোচ করাতে আগ্রহী হন। তবে ফ্লিক তখন জার্মানি চাকরিতে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। অবশ্য লাপোর্তা সংযোগ বজায় রেখেছিলেন, বিশেষ করে জানুয়ারিতে জাভি তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর সেই যোগাযোগ আরও বাড়ান তিনি।

বিদায়ী কোচ জাভি অবশ্য ২০২৫ সাল পর্যন্ত চুক্তি পূরণ করার পরিকল্পনায় ছিলেন। তবে ক্লাবের আর্থিক সমস্যাগুলোর ওপর তার মন্তব্য এবং লাপোর্তার সম্পূর্ণ আস্থার অভাব তাকে বরখাস্তের দিকে নিয়ে যায়। ২০২১ সালে রোনাল্ড কোম্যানের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর, জাভি প্রথম মৌসুমে বার্সেলোনাকে নবম স্থান থেকে লা লিগায় দ্বিতীয় স্থানে নিয়ে যান এবং ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জেতান। তবে, এই মৌসুমে কোনো শিরোপা না পাওয়ায় ক্লাবটি নতুন নেতৃত্বের সন্ধানে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ অগ্রগতি

এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন আটকে দিল পাওনাদাররা

সোমবার রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা   

আইনজীবী আলিফ হত্যা, তদন্ত কমিটির সদস্যদের পদত্যাগ

রাখাইনে জান্তার সদরদপ্তর দখল করেছে আরাকান আর্মি

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১২৪১ মামলা 

‘স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে’

বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে

১০

নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

১১

৩০০ মিলিয়ন ডলার পাচার / শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১২

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

১৩

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

১৪

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী

১৫

চাল ধোয়া পানিতে লুকিয়ে আছে স্কিনের আসল রহস্য

১৬

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

১৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৮

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

১৯

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

২০
X