স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতেই বদলে গেলেন লুকমান, বদলে দিলেন একটা শহরকে

ইউরোপা লিগের ট্রফি ও ম্যাচ বল হাতে লুকমান । ছবি : সংগৃহীত
ইউরোপা লিগের ট্রফি ও ম্যাচ বল হাতে লুকমান । ছবি : সংগৃহীত

ফুটবল আপনাকে একটা রাতেই বানিয়ে দিতে পারে নায়ক। আবার ভিন্নটিও হয়। কোনো এক রাতে নায়ক থেকে বনে যেতে পারেন খলনায়কে । এই নিয়েই ফুটবলটা চলে, এখানেই বোধহয় ফুটবলের মাহাত্ম, এই জায়গাতেই ফুটবল সবার থেকে আলাদা।

আদেমোলা লুকমান। ইউরোপা লিগের ফাইনালের পর এই নামটাই সবার মুখে মুখে। থাকবে নাই বা কেন। একটি শতাব্দিতে যে ইতিহাস কেউ করেনি সেই কাজটাই করে ৬১ বছর পর আটালান্টাকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় শিরোপা এনে দিয়েছেন। মাথায় মুকুট তো তারই প্রাপ্য।

জাভি আলোনেসোর লেভারকুসেনকে যেন একাই চুপ করিয়ে দিয়েছেন লুকমান। আটালান্টার তিন গোলের তিনটিই করেছেন এই আফ্রিকান। যেখানে বেশ কয়েকটা একক রেকর্ডও হয়ে গেল তার।

এই হ্যাটট্রিকে একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে কোনো ইউরোপিয়ান ফাইনালে হ্যাটট্রিক রেকর্ডটা এখন শুধু লুকমানের। ইউরোপা লিগের ফাইনালের মঞ্চেও এটাই প্রথম হ্যাটট্রিক। শুধু তাই নয় এটাই লুকমানের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং তার সাবেক ক্লাব এভারটনে তিন বছরে লুকমান এর গোলসংখ্যার চেয়ে বেশি এই এক রাতের তিন গোল!

এর আগেও ইউরোপের বিভিন্ন কম্পিটিশনের ফাইনালে হ্যাট্টিক হয়েছে। তবে সেটা এই শতাব্দিতে নয়। আজ থেকে ৫০ বছর আগে কোনো ফাইনালে হ্যাট্টিকের দেখা পেয়েছিলেন গ্লাডবাখের হেইঙ্কেস, ১৯৬৮-৬৯ সিজনে মিলানের প্রাতি, ১৯৬৫-৬৬ মৌসুমে বার্সেলোনার পুয়োল। এছাড়া ইউরোপিয়ান ফুটবলের ফাইনালে দুইবার তিনের অধিক গোল করার রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের বিখ্যাত ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এক ইতালিয়ান সাংবাদিক দাবি করেন, একদিন বেরগামোর একটি রাস্তার নামকরণ করা হবে লুকমানের নামে। কথাটা শুনে হেসে ফেলেন আটালান্টার ২৬ বছর বয়সী উইঙ্গার। হেসে বিষয়টা উড়িয়ে দিলেও ক্লাবের থেকে এমন সম্মান নিশ্চই একটা ফুটবলারের সারা জীবনের স্বপ্ন। যে স্বপ্ন পূরণ হওয়া মোটেও মন্দ নয়।

এমন ম্যাচের পর কে আর চুপ করে বসে থাকে। বলাটাকে নিজের হাতে রেখেই মা-বাবার সাথে উদযাপন করেছেন লুকমান।নিজের পরিবারকে গ্যালারিতে সাক্ষী রেখে আটালান্টার ১১৬ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় ট্রফি এনে দিয়েছেন।

১৯৬৩ সালে কোপা ইতালিয়া জিতেছিল বেরগামো শহরের ক্লাবটি। যে ম্যাচটায় আরও বিশেষত্ব আছে। সেটা প্রতিপক্ষকে থামিয়ে দেয়া। লেভারকুসেনের জয়ের রথ থামাতে এক লুকমানের তিনটা গোলই ছিলো যথেষ্ট। হয়তো একারণেই এই জয়টা আরও বিশেষ কিছু।

লুকমানের বেড়ে ওঠা ইংল্যান্ডে। জন্মসূত্রে এই দেশটারই নাগরিক তিনি। খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও। তবে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেলেন বাবার দেশ নাইজেরিয়াকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X