প্রায় দুই দশক প্রবল প্রতাপের সঙ্গে ইউরোপ শাসন করেছেন ফুটবলের অন্যতম সেরা তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের চার দেশ পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন ও ইতালি শাসন করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বর্তমান ঠিকানা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেখানকার লিগের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছিল মরুর এই দেশেই নিজের সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সিআরসেভেন। তবে এবার নতুন খবর আবারও ইউরোপে নাকি ফিরতে পারেন ইউরোপিয়ান ফুটবলের রাজা।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে জোড় গুঞ্জন সৌদি ছেড়ে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্মানের বুন্দেসলিগার অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনে যেতে পারেন তিনি। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে পেতে না কি মরিয়া হয়ে আছেন লেভারকুসেনের কোচ জাবি আলোনসো। তাই আসন্ন দল বদলের বাজারে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যেতে পারে সিআরসেভেনকে।
এমনিতেই রোনালদোকে ডাকা হয় মিস্টার উয়েফা চ্যাম্পিয়নস লিগ হিসেবে। ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পর্তুগিজ মহাতারকা। তিনি আসরটির সর্বোচ্চ গোলদাতাও।
বর্তমানে অবশ্য ইউরোপে ফুটবলেন পাঠ চুকিয়ে এখন সৌদির মাঠ মাতাচ্ছেন সিআরসেভেন। তবুও চ্যাম্পিয়নস লিগ নিয়ে আবারও নতুন করে আলোচনায় তিনি। এবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর মিস্টার চ্যাম্পিয়নস লিগ না কি আবারও ফিরতে যাচ্ছেন ইউরোপ ক্লাব সেরা হওয়ার মঞ্চে।
এদিকে সদ্য চলতি মৌসুমে রোমাকে হারিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থেকে নতুন ইতিহাস গড়েছে জাবি আলোনসোর দল। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপাও জিতে নিয়েছে লেভারকুসেন। দলের এমন সাফল্য আরও বাড়াতে না কি রোনালদোর দিকে নজর লেভারকুসেনের।
রোনালদো ও আলোনসোর অবশ্য সম্পর্ক নতুন নয়। স্পেনের সবচেয়ে বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়েছেন রোনালদো ও লেভারকুসেন কোচ জাবি। সাবেক সতীর্থকে তাই এবার নিজ দলে নিতে চান তিনি। তাই পর্তুগিজ তারকাকে আবারও ইউরোপে ফেরিাতে চান তিনি। অবশ্য ক্লাবের পক্ষ থেকেও নাকি রোনালদোর সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এমন দাবি সৌদি আরবের একটি সংবাদ মাধ্যমের। তাই আসন্ন দলবদলের মৌসুমেই রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বুন্দেসলিগার দলটি এই গুঞ্জন ডালপালা মেলা শুরু করেছে।
এদিকে ইউরোপ মাতিয়ে সৌদি প্রো লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জয়ে এনে দিচ্ছেন সিআরসেভেন। একের পর এক হ্যাটট্রিকে প্রমাণ করছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। লিগে ৪৪ ম্যাচ খেলে ৪৭ গোল করা এই স্ট্রাইকার এখনো যে ইউরোপে কার্যকর হবে এটি তার প্রমাণ। তাই আগামী বছর আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হওয়া রোনালদোর ইউরোপে ফেরা গুঞ্জনকে অনেকেই সত্য ভাবছে।
তবে রোনালদো ইউরোপে ফেরা এখনো নিশ্চিত নয়। সৌদি প্রো লিগের ফেস হিসেবে বিচেচনা করা এই ফুটবলারকে সৌদি ফুটবল সহজে ছাড়বে বলে মনে হয় না।
মন্তব্য করুন