তিনি ছিলেন সর্বজয়ী বার্সেলোনা টিমের গুরুত্বপূর্ণ সদস্য। একসময় বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিকও ছিলেন তিনি। বলা হচ্ছে ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেজের কথা। তবে এখন এসব অতীত। বার্সা, জুভেন্টাস ও পিএসজির সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার বর্তমানে হয়ে গেছেন ফুটবলের অন্যতম নিন্দিত এক চরিত্র। ধর্ষণের মামলায় কারাগারে থাকা এই ফুটবলার সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন আর মুক্তি পেয়েই জন্ম দিয়েছেন নতুন আলোচনার।
বার্সেলোনার নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের মামলায় সাড়ে ৪ বছরের দণ্ডে কারাগারে ছিলেন তিনি। তবে সম্প্রতি ১ মিলিয়ন ইউরো জামিন দিয়ে গত ২৫ মার্চ বার্সেলোনার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। মুক্তি পাওয়ার পরই পার্টিতে অংশ নিয়ে উসকে দিয়েছিলেন বিতর্ক, এবার কারাগার থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো মিডিয়ায় কথা বলেছেন এই ফুটবলার।
১৪ মাসের বেশি কারাগারে থাকার পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে স্পেনের সংবাদপত্র এল পিরিওডিকো দে এসপানায় ছোট্ট একটি সাক্ষাৎকারে দানি আলভেজ কারাগারে থাকার স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘আমি শান্ত ও ভালো আছি।’
একসময় পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা দানি আলভেজ মি. পর্টার রেস্টুরেন্টে সাংবাদিক ফেরান ইমেদিও কাছে সাক্ষাৎকার দেন। ফেরানের ভাষ্যমতে আগের চেয়ে অনেক বিমর্ষ ও শুকিয়ে যাওয়া আলভেজ এ সময় বলেন, ‘আমি যেখানেই যাই টিকে থাকি। আমি সবকিছুর সঙ্গেই নিজেকে মানিয়ে নেই। কারণ আমার কাছে মনে হয়, একজন মানুষই তার আশপাশের পরিবেশ কেমন হবে তা তৈরি করে, পরিবেশ মানুষকে নয়।
জামিনের শর্তানুযায়ী বার্সেলোনার আদালতে প্রতি শুক্রবার নিয়মিতভাবে হাজিরা দিতে হয় আলভেজকে। এ সম্পর্কে বলেন, ‘আমাকে এটিই করতে হবে। প্রতি শুক্রবার আদালতে এসে হাজিরা দেওয়া। এছাড়া আমার আর তেমন কিছু করার নেইও।’
আলভেজের সকল মনোযোগ এখন এই মামলায় বিচার পাওয়া নিয়ে। তিনি বলেন, ‘আমার যা করার এখন আদালতেই করতে হবে।’
মন্তব্য করুন