স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১১:২৬ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাভির পর কে হবেন বার্সা কোচ!

বার্সেলোনার সভাপতি হুয়ান লার্পোতা (বাঁয়ে) এবং জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত
বার্সেলোনার সভাপতি হুয়ান লার্পোতা (বাঁয়ে) এবং জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

গত ২৭ জানুয়ারি বার্সেলোনার কোচের পদ ছাড়ার ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। এরপর ৮ ম্যাচের ৬ জয় আর ২ ড্রতে ২০ পয়েন্ট তুলেছে বার্সা। এ সময় জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এই ধারা অব্যাহত রাখতে পারলে বার্সার কোচ হিসেবে স্প্যানিশ কিংবদন্তির বিদায়টা ভালো হওয়ার কথা।

তবে কে হবেন জাভির উত্তরসূরি? এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অনেকের ধারণা জাভিকে আরও এক বছর রেখে দেবে বার্সার পরিচালনা পর্ষদ। স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

যদিও প্রস্তাব দেওয়া কিংবা জাভির দিক থেকে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক কোনো আভাস নেই। এদিকে নতুন কোচের সন্ধানের কাজটিও চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার সংশ্লিষ্ট বিভাগ। ছোট হয়ে এসেছে এই তালিকা। আর এতে শীর্ষে রয়েছেন লুইস এনরিকে।

বার্সার হয়ে ট্রেবল জয়ী এ কোচ বর্তমানে আছেন পিএসজির দায়িত্বে। ফরাসি ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাকি আর এক বছর। রাজি হলে এনরিকেকে দায়িত্ব দিতে দ্বিতীয়বার ভাববে না বার্সা।

তবে ঘুরে দাঁড়াতে অনেক সময় নতুন পরিকল্পনা আর নতুন মুখের প্রয়োজন হয়। এই দিক বিবেচনায় কোচ হিসেবে হান্সি ফ্লিকের কথা ভাবছে বার্সেলোনা কর্তৃপক্ষ। বর্তমানে বেকার অবস্থায় আছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক এই কোচ। বার্সার কোচ হতে আগ্রহ তিনি।

আবার বায়ার্ন মিউনিখে ২ মৌসুমে ৭টি ট্রফি জেনে ফ্লিক। এই সাফল্য বার্সাকেও আগ্রহী করে তুলেছে। এনরিকে বা ফ্লিকের কেউ না হলে কোচের পদে চমক হতে পারেন রাফায়েল মার্কেজ। বর্তমানে বার্সেলোনার বি টিমে দায়িত্ব আছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তবে এই তিনজনের নাম আলোচনাতে আসবে না যদি, জাভি কোচের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। বার্সার সমর্থকদের প্রত্যাশা চলতি মৌসুমে এখনো কিছু কিছু একটা অর্জনের সুযোগ রয়েছে। একই বিশ্বাস জাভি ও লাপোর্তার।

আর তা না হলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার সামর্থ্যও রয়েছে দলটির। যদিও লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সা। আর চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট নয় স্প্যানিশ ক্লাবটি। তবে জাভি বিদায় বলে দেওয়ার পর, বার্সেলোনা যেভাবে ঘুরি দাঁড়িয়েছে তা অব্যাহত রাখতে পারলে, ভালো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

০৩ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

০৩ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

যুদ্ধ প্রস্তুতি? ভারত মহাসাগরে ৬ মার্কিন বোমারু বিমান

ইসরায়েলবিরোধী পোস্টে বাতিল হতে পারে মার্কিন ভিসা

সিলেটে আ.লীগ নেতা ও সাবেক মেয়রের বাসায় হামলা ও ভাঙচুর

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাজায় আরও ভূমি দখলে ইসরায়েল, বাড়ছে আগ্রাসন

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

১০

আবারও ভারতে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১১

ভূমিকম্পের পর মিয়ানমার জান্তার ২০ দিনের যুদ্ধবিরতি

১২

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে মামলা

১৩

রাণীশংকৈলে সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুলকে গণসংবর্ধনা

১৪

দুর্ঘটনায় নিহত বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্র

১৫

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

১৬

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে

১৭

সভাপতিকে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

কাল বিটিভিতে রশীদ সাগরের উপস্থাপনায় ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

১৯

দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ

২০
X