স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অর্থের অভাবে জেল খাটছেন আলভেজ

দানি আলভেজ। ছবি : সংগৃহীত
দানি আলভেজ। ছবি : সংগৃহীত

ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দানি আলভেজকে বুধবার (২০ মার্চ) জামিন দেয় বার্সেলোনার আদালত। তবে এরপরও কারাগার থেকে মুক্তি পাননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। কারণ হিসেবে বলা হচ্ছে জামিনের জন্য শর্ত হিসেবে আদালতে ১০ লাখ ইউরো জমা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি দিতে না পারায় মুক্তি মিলছে না আলভেজের। কিন্তু কেন?

২০০১ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার। খেলেছেন ইউরোপের সেরা সব ক্লাবে। ১৬ বছর খেলেছেন ব্রাজিলের জাতীয় দলে। দলগত ও ব্যক্তিগত পুরস্কারে ঠাসা তার ক্যারিয়ার। এরপর কারামুক্ত হতে জোগাড় করতে পারছেন না ১০ লাখ ইউরো।

ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন স্পেনের বার্সেলোনায়। এই শহরে তার সম্পদও অনেক। এরপরও একাধিক কারণে আর্থিক সংকটে পড়েছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।

স্প্যানিশ গণমাধ্যমকে আলভেজের আইনজীবী জানিয়েছে, স্পেনে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর একটিতে কোনো টাকা নেই, অপরটিতে আছে ৫১ হাজার ইউরো। এর মধ্যে ৫০ হাজার ইউরো জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ব্রাজিলেও একই অবস্থা। নিজ দেশেও তার অ্যাকাউন্ট জব্দ করা হয়। সব মিলিয়ে জামিনের অর্থ জোগাড়ের মতো অবস্থা নেই আলভেজের। এর আগে বিচারকার্য চলাকালে আদালতের নির্দেশে অভিযোগকারীকে দেড় লাখ ইউরো দিতে হয়েছে আলভেজের।

সেই অর্থ ধার নেওয়া হয় নেইমারের বাবার কাছ থেকে। অনেকের ধারণা ছিল জামিনের ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নেইমারের পরিবার। তবে নেইমারের বাবা স্পষ্ট জানিয়ে দেন, আলভেজ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এ বিষয়ে তিনি বা তাঁর পরিবার আর জড়াবেন না। সব মিলিয়েই বুধবার জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি আলভেজ।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। দ্রুত গ্রেপ্তার হন তিনি। গত মাসে সাড়ে চার বছরের জন্য দণ্ডিত হন আলভেজ।

রায়ের পর আলভেজের আইনজীবী সাজা মওকুফ চেয়ে আর প্রসিকিউটর নয় বছরের সাজা চেয়ে আপিল করেন। আপিল নিষ্পত্তি পর্যন্ত জামিন পান আলভেজ। এ সময়ে তাকে ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে বার্সেলোনাতে থাকতে বলা হয়।

এ ছাড়া বিচার প্রভাবিত করে এমন কিছু করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাকে। আর ভুক্তভোগীর কাছ থেকে এক হাজার মিটার দূরে থাকতে বলা হয়েছে আলভেজকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, শিবিরের শোক

পর্যটন শিল্পের বিকাশে অবিলম্বে কমিশন গঠন করুন : এবি পার্টি 

এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে ধর্ম উপদেষ্টা একমত

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করা হবে’

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি : পররাষ্ট্র উপদেষ্টা

সাময়িক বন্ধের পর খুলল যমুনা ফিউচার পার্ক

রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফজয়ী ৩ পাহাড়ি কন্যা   

মোহাম্মদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

১০

ইউপি চেয়ারম্যানের জবাবদিহিতা নিশ্চিতে ‘হ্যালো চেয়ারম্যান’

১১

একদিনের জন্য কারাগারে যেতে হবে হলান্ডকে!

১২

বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

১৩

‘ফ্যাসিস্ট’ হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী

১৪

সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় : তারেক রহমান

১৫

ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত আলোর পথ দেখাব : ভিসি আমানুল্লাহ

১৬

ম্যানসিটির অবনমন হলেও দলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি গার্দিওলার

১৭

আন্দোলনে ঢামেক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল : আসিফ মাহমুদ

১৮

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে মামলা ২৭০৯ 

১৯

চাকরি দিচ্ছে ওয়ালটন, ১৮ বছর হলেই আবেদন

২০
X