২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ২১ ও ২৬ মার্চ শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি সারতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সৌদিতে অনুশীলনে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা বড় লড়াইয়ের আগে দুই ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে। এতদিন ধরে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজছিল বাফুফে অবশেষে সেই প্রতিপক্ষের খোঁজ পাওয়া গেল।
বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফ্রিকার দেশ সুদানকে। সুদানও সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে রয়েছে। রোববার ও বৃহস্পতিবার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে ক্লোজ ডোরে।
আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই মার্চ সৌদি আরব গেছে।
১৭ মার্চ বাংলাদেশ চলে যাবে কুয়েতে। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ হবে কুয়েত সিটিতে। দুই দেশের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।
মন্তব্য করুন