ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালের অঞ্জন বিস্তা খেলবেন প্রিমিয়ার লিগের ক্লাব ফরটিজ এফসির হয়ে। মধ্যবর্তী দলবদলে ২৫ বছর বয়সি ফরোয়ার্ডকে দলভুক্ত করেছে ক্লাবটি।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারায় নেপাল। ওই ম্যাচে স্বাগতিকদের সবগুলো গোলই করেছিলেন ফরোয়ার্ড অঞ্জন বিস্তা।
তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে ফরটিজ এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম কালবেলাকে বলেছেন, ‘অঞ্জন বিস্তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্য তাকে নিবন্ধন করাচ্ছি আমরা।’ নেপাল ও ভারতের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতাপুষ্ট অঞ্জন বিস্তা ২০১৪ সাল থেকে নেপাল জাতীয় দলে খেলছেন। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের ধারাবাহিকতায় জাতীয় দলের জার্সি গায়ে তোলেন এ ফুটবলার। গোরখালীদের হয়ে ৬১ ম্যাচে ১৩ গোল করেছেন অঞ্জন বিস্তা। প্রিমিয়ার লিগের প্রথম লেগের ৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে ফিরতি লেগ শুরু করবে ফরটিজ এফসি।
বর্তমানে দুই গাম্বিয়ান, এক ইউক্রেনিয়ান ও উজবেকিস্তানের একজন ফুটবলার রয়েছেন ক্লাবটিতে। গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার এবং ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভালেরি রাইশান প্রথম লেগের সবগুলো ম্যাচ খেলে সমান তিনটি করে গোল করেছেন। স্কোরিং সমস্যা দূর করতেই অঞ্জন বিস্তাকে উড়িয়ে আনছে ফরটিজ এফসি।
মন্তব্য করুন