এই মৌসুম শেষেই ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়বেন বিশ্বের বর্তমানে অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। প্রশ্ন উঠেছে এমবাপ্পেকে ছাড়া পিএসজি কিভাবে চলবে? সেই প্রশ্ন আরও একবার উঠল গতকালের ম্যাচের পর। কিলিয়ান এমবাপ্পে যে এখনও পিএসজির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আরেকবার বোঝা গেল মঙ্গলবারের (৫ মার্চ) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মাঠে পিএসজি জিতেছে ২-১ গোলে। দুটি গোলই করেছেন এমবাপ্পে। এর আগে প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। যার মধ্যে এক গোল ছিল এমবাপ্পের।
পিএসজির সব ম্যাচেই আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপ্পে। তবে গত দুই সপ্তাহে সেই আলোচনায় বাড়তি রসদ জুগিয়ে আসছে তার ক্লাব ছাড়ার খবর। যে খবর সামনে আসার পর কোনো ম্যাচেই তাকে আর পুরো নব্বই মিনিট খেলানো হয়নি! এ নিয়ে প্রতিটি সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখেও পড়ছেন কোচ লুইস এনরিকে। তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পুরো সময়ই খেলানো হয়েছে ফরাসি তারকাকে।
ম্যাচ শেষে জয় নিয়ে যতটা না কথা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে কোচ লুইস এনরিকের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক নিয়ে। তবে সব কথা পরিষ্কার করেছেন এমবাপ্পে নিজেই। জানিয়েছেন, কোচের সাথে তার কোনো সমস্যা নেই। ঝামেলাটা অন্য জায়গায়। আর সেই ঝামেলার কথা সবাই জানে।
মন্তব্য করুন