এবারের এশিয়ার চ্যাম্পিয়নস লিগে দুরন্ত গতিতে ছুটছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও জায়গা করে নেয় বেশ সহজেই। তবে শেষ আটে গিয়ে প্রথম লেগে হোচট খেল মানে-রোনালদোর আল নাসর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনালদোর ক্লাবটির পরাজয় বরণ করতে হয়েছে।
হাজ্জাজ বিন জায়েদ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নসি লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ১-০ গোলে পরাজয় বরণ করতে হয়েছে তারকায় সমৃদ্ধ সৌদি আরবের ক্লাবটির।
সংযুক্ত আরব আমিরাতের দলটির বিরুদ্ধে নাসরের খেলোয়াড়রা আক্রমণের পসরা সাজালেও তা কাজে আসছিলো না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো মাঠে থাকলেও এদিন ছিলেন নিষ্প্রভ। একাধিক সুযোগ পেয়েও সেগুলো করেছেন নষ্ট।
উল্টো খেলার ৪৪ মিনিটে আল আইনের মরোক্কান ফুটবলার সুফিয়ান রাহিমি গোল করে পিছিয়ে যায় আল নাসর।
বিরতিতে যাওয়ার আগে গোল হজম করে দিশাহারা হয়ে যায় সৌদি প্রো লিগের দলটি। বাকিটা সময় গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল নাসর। কিন্তু পারেনি, শেষে ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি।
ফিরতি লেগে মার্চের ১১ তারিখ আবার মুখোমুখি হবে দুই দল।
মন্তব্য করুন