শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যেখানে সাকলাইন মোস্তফা প্রথম

সাকলাইন মোস্তফা সাজিদ। ছবি : কালবেলা
সাকলাইন মোস্তফা সাজিদ। ছবি : কালবেলা

দাবা খেলাটা এখন আর পুরোনো ধ্যান-ধারণায় বন্দি নেই। মনস্তাত্ত্বিক এ খেলায় ভালো করতে হলে মানসিক স্বাস্থ্যর যত্ন নিতে হয়। যত্নশীল হতে হয় খাবার-দাবারের বিষয়েও। ন্যূনতম সুযোগ-সুবিধায় বেড়ে ওঠা বাংলাদেশি দাবাড়ুদের অত গভীরে যাওয়ার সুযোগ নেই। কীভাবে এসব বিষয়ে যত্ন নিতে হবে— তা জানার সুযোগ পাচ্ছেন সাকলাইন মোস্তফা সাজিদ।

বিশ্ব দাবা সংস্থা (ফিদে) চেসেবল একাডেমি ক্যাম্পে বিশ্বের ৪৫০ দাবাড়ু অংশগ্রহণ করেছিলেন। ওটা ছিল বিশেষ ট্রেইনিং কার্যক্রম। বাংলাদেশ পুলিশের সহায়তায় চেসেবল একাডেমিতে অংশগ্রহণ করেছিলেন সাকলাইন মোস্তফা সাজিদ। ৪৫০ দাবাড়ুর মধ্যে থেকে ফিদে ১২ দাবাড়ুকে বিশেষ এক প্রশিক্ষণ ক্যাম্পের জন্য মনোনীত করা হয়েছে। স্পেনের মেনোরকা দ্বীপে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ওই ক্যাম্প। এ ধরনের ক্যাম্পে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সুযোগ পেলেন প্রতিভাবান এ দাবাড়ু।

স্পেনের প্রশিক্ষণ শিবিরে ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন বিখ্যাত দুই গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ। ট্রেনিংয়ের অংশ হিসেবে ইন্সট্রাক্টররা পূর্ণ একটি দিন সাকলাইন মোস্তফা সাজিদের জন্য বরাদ্দ রাখবেন। সেদিন বাংলাদেশি খুদে দাবাড়ুর উত্তরণ, স্বাস্থ্য, পুষ্টি, ফিটনেস এবং ব্যক্তিগত দক্ষতার নানা দিক পর্যবেক্ষণ করবেন ইন্সট্রাক্টররা। যার ভিত্তিতে সাকলাইন মোস্তফা সাজিদকে নানা পরামর্শ দেওয়া হবে; যাতে দাবাড়ু হিসেবে সঠিক পথে বেড়ে উঠতে পারেন।

২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পাদপ্রদীপের আলোয় আসেন সাকলাইন মোস্তফা সাজিদ। গেল জানুয়ারিতে দুই গ্র্যান্ডমাস্টার— জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তারকে টপকে রেটিং দাবায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। প্রতিভার স্বাক্ষর রাখেন। স্পেনের বিশেষ প্রশিক্ষণে সুযোগ পাওয়ার মাধ্যমে আরেকটি স্বীকৃতি পেলেন ১২ বছর বয়সী এ দাবাড়ু।

ক্যাম্পে অভিভাবক হিসেবে একজনের যাওয়ার সুযোগ আছে। অভিভাবক হিসেবে যাচ্ছেন সাকলাইন মোস্তফা সাজিদের কোচ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। প্রশিক্ষণ কার্যক্রম শেষে স্পেনের মেনোরকা দ্বীপেই এক প্রতিযোগিতা আয়োজিত হবে। সেখানে সাকলাইন মোস্তফা সাজিদের সঙ্গে আবু সুফিয়ান শাকিলও সে প্রতিযোগিতায় খেলবেন।

‘গোটা বিশ্ব থেকে মাত্র ১২ দাবাড়ুকে মনোনীত করা হয়েছে। এটা সাকলাইন মোস্তফা সাজিদের জন্য অনেক বড় সুযোগ। আশা করছি, এটা তাকে দাবাড়ু হিসেবে বেড়ে ওঠার পথে দারুণ সহায়তা করবে’— স্পেনের ক্যাম্পে শিষ্যর সুযোগ পাওয়া সম্পর্কে কালবেলাকে বলছিলেন সাকলাইন মোস্তফা সাজিদের কোচ আবু সুফিয়ান শাকিল।

২০১১ সালে আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাওয়া আবু সুফিয়ান শাকিল ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফিদে ট্রেইনার লাইসেন্স নিয়েছেন। দেশে স্কুল প্রতিযোগিতা আয়োজন এবং খুদে দাবাড়ুদের নানা প্রোগ্রাম আয়োজন করে থাকেন এ কোচ। কোচিং কার্যক্রম পরিচালনায় গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভের খেলা বইয়ের সহায়তা নেন। সোভিয়েত ইউনিয়নে জন্ম নেওয়া জার্মান এ কোচ এবং লেখক স্বয়ং সাকলাইন মোস্তফা সাজিদকে দিকনির্দেশনা দেবেন!

এ প্রসঙ্গে আবু সুফিয়ান শাকিল বলছিলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দুই ইন্সট্রাক্টর কার্যক্রম পরিচালনা করবেন। যাদের বই পড়ে ট্রেনিং করাই, তাদের সংস্পর্শে যেতে পারাটা আমার অভিজ্ঞতার ভাণ্ডারও সমৃদ্ধ করবে। যা আমি কোচিংয়ে কাজে লাগাতে পারব। মূলত এ কারণেই সাকলাইন মোস্তফা সাজিদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

‘দেশে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ জনবলের অভাব’

‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এর যাত্রা শুরু

বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

আরটিভির পরিচালক ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল চুয়েট

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে, উঠে এল জরিপে

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ

১০

১৩০ দিন পর চালু হলো শেরপুর জেলা কারাগার

১১

৪ মাসেও হামলাকারীদের বিষয়ে ব্যবস্থা নেয়নি জাবি প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

১২

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

১৩

‘ইন্ডিয়ার দালাল প্রতিনিধি এদেশে বরদাশত করব না’

১৪

পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি গিলেস্পির

১৫

গাজার ৯৬ শতাংশ শিশু মনে করে, ‘মৃত্যু ঘনিয়ে আসছে’

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের অভিষেক তহবিলে জাকারবার্গের ১০ লাখ ডলার

১৮

কাসপারভকে টপকে দাবায় ইতিহাস গড়লেন গুকেশ

১৯

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০
X